Advertisement
Advertisement

Breaking News

Kazakhstan

কাজাখস্তানের মাটিতে শক্তিপ্রদর্শন ভারতীয় সেনার, সামরিক মহড়া দুই দেশের

গত বছরের সেপ্টেম্বরেও কাজাখস্তানে মহড়া চালিয়েছিল ভারতীয় সেনা।

Kazlnd -2022: India and Kazakhstan conduct joint military training exercise। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 25, 2022 7:01 pm
  • Updated:December 25, 2022 7:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য বাড়তে থাকা কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করা। আর এই লক্ষ্যেই যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়ায় অংশ নিল ভারত ও কাজাখস্তান (Kazakhstan)। এই মহড়ার নাম ‘কাজইন্দ-২১’। আর এই মহড়ার অংশ হিসেবে কাজাখস্তানের পূর্ব প্রান্তে এমআই-১৭ হেলিকপ্টারের সাহায্যে হেলিবর্ন অপারেশন চালাল ভারতীয় বায়ুসেনা।

এর আগে গত বছরের সেপ্টেম্বরেও মহড়া চালিয়েছিল দুই দেশের সেনা। সেই সময় ভারতীয় সেনার প্রতিনিধিত্ব করেছিল বিহার রেজিমেন্ট। কাজাখ বাহিনীর ১২০ জন ও ভারতীয় সেনার ৯০ জন জওয়ান এই মহড়ায় অংশ নিয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: সততা নিয়ে প্রশ্ন, বাধ্যতামূলক অবসরে পাঠানো হল ১০ শীর্ষ টেলিকম কর্তাকে]

ঠিক কী এই ‘কাজইন্দ-২১’? আসলে সন্ত্রাসের মোকাবিলা থেকে শুরু করে নানা বিষয়ে অভিজ্ঞতার পেশাদারি আদানপ্রদান ও সমন্বয় বাড়িয়ে নেওয়াই এই মহড়ার মূল উদ্দেশ্য। এই ধরনের মহড়ার মধ্যে দিয়ে দুই দেশের সেনার মধ্যেও সুসম্পর্ক বজায় রাখাও লক্ষ্য। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী ভারতের সবচেয়ে বড় বিনিয়োগ ও বাণিজ্য সহযোগী দেশ হল কাজাখস্তান। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করাও এই ‘কাজইন্দ-২১’-এর একটি উদ্দেশ্য।

উল্লেখ্য, ঐতিহাসিক ভাবেই মধ্য এশিয়ার প্রগতিশীল দেশ কাজাখস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের। ২০১৭ সালে এসসিও সামিটে যোগ দিতে কাজাখস্তান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে কাজাখ প্রেসিডেন্ট নূরসুলতান নাজারভায়েবের সঙ্গে একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেন তিনি।

[আরও পড়ুন: বাবাকে খুন করে নদীতে অস্থি বিসর্জন, অনুপ্রেরণা ‘দৃশ্যম’, অভিযুক্ত ২ ছেলের দাবিতে তাজ্জব পুলিশ]

গত বছরের আগস্টে তালিবান আফগানিস্তান দখলের পর থেকে নিরাপত্তার কথা মাথায় রেখে ‘বন্ধু’ ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক আরও মজবুত করে তুলছে কাজাখস্তান। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে কাজাখ সেনাবাহিনীর সঙ্গে সেদেশে যৌথ মহড়া চালিয়েছিল ভারত। সেই সময় থেকেই ভারত-কাজাখস্তানের মধ্যে সম্পর্কের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement