Advertisement
Advertisement
Kate Middleton

কেমোথেরাপি শেষ, ক্যানসার থেকে সেরে ওঠা নিয়ে কী জানালেন ব্রিটিশ রাজবধূ?

মাসছয়েক আগেই ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন কেট মিডলটন।

Kate Middleton completes chemotherapy
Published by: Biswadip Dey
  • Posted:September 10, 2024 8:05 pm
  • Updated:September 10, 2024 8:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকমাস আগেই মিলেছিল দুঃসংবাদ। ক্যানসার আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। নিজেই নিজের অসুস্থতার খবর জানান প্রিন্সেস অফ ওয়েলস। এবার তিনি জানালেন, তাঁর কেমোথেরাপি সম্পূর্ণ হয়েছে।

গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পেটের লন্ডনের ক্লিনিকে ভর্তি হন ৪২ বছরের ক্যাথরিন। তাঁর পেটে অস্ত্রোপচার হয়। সেসময় তিনি স্থিতিশীল ছিলেন বলে জানা যায়। এর পর গত মার্চে সামনে আসে তাঁর কর্কটরোগে আক্রান্ত হওয়ার সংবাদ। তখনই জানা গিয়েছিল চিকিৎসা শুরু হয়েছে কেটের। তাঁর কেমোথেরাপি শুরু হয়েছে। এবার ছমাস পরে জানা গেল, সম্পূর্ণ হয়েছে সেই প্রক্রিয়া। তিনি জানিয়েছেন, বছরের বাকি সময়ে সর্বজনীন ব্যস্ততার একটি হালকা সময়সূচি বজায় রাখার পরিকল্পনা করেছেন। তাঁর কথায়, ”ক্যানসারমুক্ত থাকাই আমার কাছে অগ্রাধিকার।” এক ভিডিও বার্তায় এই নিয়ে বিশদে কথা বলেছেন কেট। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”গত ন মাস আমাদের পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। ক্যানসার যাত্রা জটিল, ভীতিপ্রদ এবং সকলের জন্য অপ্রত্যাশিত। বিশেষ করে যাঁরা আপনার কাছের মানুষ।” পাশাপাশি ভিডিও বার্তায় তিনি জানালেন, ”আমার কেমোথেরাপি শেষ হয়ে গিয়েছে। আমার সুস্থতা ও সম্পূর্ণ সেরে ওঠার প্রক্রিয়াটি দীর্ঘ হতে চলেছে। এবং আমাকে আগামীর প্রতিটি দিনকে গ্রহণ করতে হবে সেভাবেই, যেভাবে সেগুলি আসবে।”

Advertisement

[আরও পড়ুন: বাড়ির সামনে খেলতে খেলতে হঠাৎ উধাও, ৩ বছরের শিশুর দেহ মিলল প্রতিবেশীর ওয়াশিং মেশিনে!]

প্রসঙ্গত, প্রথমবার ক্যানসারের খবর সকলকে জানানোর সময়ই কেট জানিয়েছিলেন, এই অবস্থায় ছেলেমেয়েদের জন্য তিনি সর্বাধিক চিন্তিত। রাজপুত্র উইলিয়ামের কাছে তিনি সন্তানদের দেখভালের অনুরোধ করেন। কেট ও উইলিয়ামের তিন সন্তান রয়েছে – প্রিন্স জর্জ, প্রিন্স লুইট ও প্রিন্সেস শার্লট। সকলের বয়স ৪ থেকে ১০-এর মধ্যে। ব্রিটিশ রাজবধূর এই অসুস্থতার খবরে মুষড়ে পড়েন ব্রিটিশ নাগরিকরা। সকলে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছিলেন। শেষবার কেট মিডলটনকে প্রকাশ্যে দেখা গিয়েছিল উইম্বলডন মেনস ফাইনালের দিন।

[আরও পড়ুন: ছত্তিশগড়ে সরকারি স্কুলে মদ্যপান ছাত্রীদের! জন্মদিন উদযাপনে চাঞ্চল্যকর অভিযোগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement