Advertisement
Advertisement
ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানকে নিরাশ করে কাশ্মীর ইস্যুতে ‘মধ্যস্থতা’র সম্ভাবনা ওড়ালেন ট্রাম্প

দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমিত করতে বেশি আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট৷

Kashmir mediation not on table. says US snubbing Pakistan
Published by: Tanujit Das
  • Posted:August 13, 2019 2:25 pm
  • Updated:August 13, 2019 2:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের আশায় জল ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট৷ কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ‘মধ্যস্থতা’র বার্তা দেওয়ার পর থেকে যতটা উৎফুল্ল হয়েছিলেন ইমরান খানরা, তাদের সেই সমস্ত আনন্দকে মাটিতে মিশিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলাকে সাফ জানালেন, কাশ্মীর ইস্যুতে মার্কিন মধ্যস্থতার আর কোনও সম্ভাবনাই নেই৷ ভারত-পাকিস্তানের মধ্যেকার বিষয়ে নাক গলাবে না আমেরিকা৷ 

[ আরও পড়ুন: বিক্ষোভকারীদের দখলে হংকং বিমানবন্দর, কড়া হুঁশিয়ারি চিনের ] 

Advertisement

সোমবার একটি প্রথমসারির মার্কিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন হর্ষবর্ধন শ্রিংলা৷ সেখানেই মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য বিশ্বের সামনে আনেন তিনি৷ বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার জানিয়েছেন, জম্মু-কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা তখনই সম্ভব হবে, যদি ভারত-পাকিস্তান উভয় এই প্রস্তাব স্বীকার করবে৷ যেহেতু ভারত প্রথম থেকেই এই মধ্যস্থতার প্রস্তাবের বিরুদ্ধে, তাই তিনি সরাসরি এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷ জানিয়েছেন, কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার কোনও সম্ভাবনা নেই৷’’ এখানেই শেষ নয়, শ্রিংলার দাবি, ‘‘কাশ্মীর ইস্যুতে ‘মধ্যস্থতা’ নয়, বরং ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশমিত করতে বেশি আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প৷ তাই বারবার দক্ষিণ এশিয়ার দু’দেশের মধ্যে শান্তি বজায় রাখার আরজি জানিয়েছেন তিনি৷’’

[ আরও পড়ুন: আত্মহত্যা না খুন? এপস্টেইনের মৃত্যুতে উত্তাল আমেরিকা ]

উল্লেখ্য, ২২ জুলাই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতেই পর কাশ্মীর ইস্যুতে নয়া বিতর্কের জন্ম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এই বিষয়ে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন তিনি৷ যা কার্যত লুফে নিয়েছিল ইসলামাবাদ৷ কিন্তু প্রথম থেকেই ট্রাম্পের সেই আরজির বিরোধিতা করেছে ভারত৷ বিদেশমন্ত্রকের তরফে সাফ জানানো হয়েছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাই এক্ষেত্রে তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তি বরদাস্ত করা হবে না৷ তবে এবার নিজের বক্তব্য থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট৷ যা পাকিস্তানকে হতাশ করলেও, এটা ভারতের বড় কূটনৈতিক জয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement