Advertisement
Advertisement
Karoline Leavitt

হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সচিব! নজির ট্রাম্প ঘনিষ্ঠ ২৭ বছরের ক্যারোলিনের

যোগাযোগ আধিকারিক পদেও ঘনিষ্ঠ সহযোগীর নাম ঘোষণা ট্রাম্পের।

Karoline Leavitt is youngest White House press secretary
Published by: Kishore Ghosh
  • Posted:November 16, 2024 9:08 pm
  • Updated:November 16, 2024 9:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন বেশিদিন হয়নি। ধীরে ধীরে পছন্দের প্রশাসন সাজিয়ে তুলছেন ডোনাল্ড ট্রাম্প। এবার নয়া প্রেস সচিব (প্রেস সেক্রেটারি) নিয়োগ করলেন তিনি। জানা গিয়েছে, ২৭ বছরের ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সচিব হতে চলেছেন। কে এই ক্যারোলিন?

প্রেসিডেন্ট ভোটের প্রচারের সময় ক্যারোলিন ছিলেন ট্রাম্পের দলের মুখপাত্র। স্মার্ট, মেধাবী, নতুন প্রজন্মের প্রতিনিধি রিপাবলিকান দলের অন্যতম মুখ এই ক্যারোলিন। তাঁর উপরেই আস্থা রাখলেন ট্রাম্প। ইতিমধ্যে এক বিবৃতিতে ক্যারোলিনকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘ক্যারোলিন একজন দক্ষ এবং দৃঢ়চেতা মানুষ।’’ আমেরিকার ইতিহাসে ক্যারোলিন হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হওয়ার নজির গড়লেন।

Advertisement

প্রেস সচিব ছাড়াও যোগাযোগ আধিকারিক (কমিউনিকেশন ডিরেক্টর) পদেও ঘনিষ্ঠ সহযোগীর নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ওই পদে আসছেন স্টিভেন শিউং। যিনি সেই ২০১৬ সালের প্রেসিডেন্ট ভোটপর্ব থেকে রিপাবলিকান নেতার অন্যতম বিশ্বস্ত সঙ্গী। শিউং সম্পর্কে ট্রাম্পের সংক্ষিপ্ত মন্তব্য, “আমার বিশ্বস্ত উপদেষ্টা।’’ উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক ভাবে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে কাজ শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement