Advertisement
Advertisement

Breaking News

Kamala Harris

কমলা হ্যারিসের প্রার্থীপদ নিশ্চিত, ঘোষণা আগামী সপ্তাহেই

ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা।

Kamala Harris's Democratic candidature confirmed, to accept nomination next week
Published by: Biswadip Dey
  • Posted:August 3, 2024 10:17 am
  • Updated:August 4, 2024 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন কমলা হ্যারিসই। আগামী সপ্তাহে সরকারি ভাবে তিনি মনোনয়ন গ্রহণ করবেন। তবে ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে তিনিই হবেন বাইডেনের দলের প্রেসিডেন্টের মুখ।

কমলা হ্যারিসের (Kamala Harris) নাম আগেই ঘোষণা করেছিলেন প্রাক্তন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। গত সপ্তাহেই নিজের মনোনয়ন জমা দেন ভারতীয় বংশোদ্ভূত নেত্রী। তবে রানিং মেট হলেও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে সবুজ সংকেত এখনও পাননি কমলা। তবে সেটা কেবলই খাতায় কলমে। এমনিতে তাঁর প্রার্থী হওয়া একরকম পাকা হয়ে গিয়েছে। এক্স হ্যান্ডলে একটি পোস্টে কমলা লিখেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী হতে পেরে আমি সম্মানিত। আগামী সপ্তাহে সরকারি ভাবে আমি আমার মনোনয়ন গ্রহণ করব।’

Advertisement

[আরও পড়ুন: ‘রামের অস্তিত্বের কোনও ঐতিহাসিক প্রমাণ নেই’, ডিএমকে নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে]

জানা গিয়েছে ইতিমধ্যেই ডেমোক্র্যাটদের অধিকাংশই তাঁর পক্ষে ভোট দিয়েছেন। ন্যূনতম ২ হাজার ৩৫০ ভোট দরকার মনোনীত হতে গেলে। যা অনায়াসেই পাবেন কমলা। গত বৃহস্পতিবার থেকে গোপন ইমেলের মাধ্যমে ডেমোক্র্যাটিক ন্য়াশনাল কনভেনশনের সদস্যরা ভোটিং শুরু করেছেন। সোমবার সন্ধ্যাবেলা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তার পরই ঘোষিত হবে কমলার নাম। মাসের শেষে শিকাগোতে ডেমোক্র্যাট ন্যাশনাল কনভেনশনে কমলার মনোনীত হওয়াকে উদযাপন করা হবে।

গত সপ্তাহে এক্স হ্যান্ডলে কমলা হ্য়ারিস এক্স হ্য়ান্ডলে লেখেন, ‘আজ, আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে ফর্মগুলিতে স্বাক্ষর করেছি। আমি প্রতিটি ভোট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করব। আর নভেম্বরে আমাদের জনগণের শক্তিতে বলীয়ান প্রচারই জয়ী হবে।’ অবশেষে তাঁর মনোনয়ন পাকা হতে চলেছে। এর পরই যে তিনি নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন প্রচারে তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: তাঁর বিরুদ্ধে ইডি হানার প্রস্তুতি চলছে, বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement