সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর এক সপ্তাহও বাকি নেই মার্কিন নির্বাচনের। এহেন পরিস্থিতিতে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে বিপাকে ফেললেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রিপাবলিকান সমর্থকদের ‘গারবেজ’ বলে অভিহিত করেছিলেন তিনি। তার পর থেকেই তুমুল বিতর্ক শুরু হয়েছে আমেরিকাজুড়ে। নির্বাচনী প্রচার সারতে গিয়ে ‘গারবেজ’ মন্তব্য ঘিরে তীক্ষ্ণ প্রশ্নবাণের মুখে পড়তে হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী কমলাকেও।
বিতর্কের সূত্রপাত বাইডেনের একটি মন্তব্য থেকে। দিনকয়েক আগে ডোনাল্ড ট্রাম্পের সভার সঞ্চালক টোনি হিঞ্চক্লিফ মার্কিন ভূখণ্ডের অন্তর্ভুক্ত পুয়ের্তো রিকোকে ‘আবর্জনার স্তূপ’ বলে বসেন। সেই মন্তব্যের পালটা দিতে গিয়ে আরও বিতর্ক বাঁধান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “আমার তো মনে হয় ওঁর সমর্থকরাই আসলে আবর্জনা।” তাতেই রিপাবলিকান সমর্থকরা ধরে নেন, তাঁদের কটাক্ষ করেই মন্তব্য করেছেন বাইডেন। পরে অবশ্য হোয়াইট হাউসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ট্রাম্প নয়, হিঞ্চক্লিফের সমর্থকদের জন্য ওই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এই ঘটনা নিয়ে পরে সাফাই দিতে হয় বাইডেনকেও। তাতেও ডেমোক্র্যাটদের পিছু ছাড়ছে না ‘গারবেজ’ বিতর্ক। নির্বাচনী প্রচারের একেবারে শেষ লগ্নে নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভ্যানিয়াতে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী কমলা। সেখানেও বাইডেনের মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। কমলা অবশ্য গোটা বিতর্ক থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছেন। ‘গারবেজ’ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি স্রেফ বলেন, “কাকে ভোট দিচ্ছেন সেই দেখে জনতার সমালোচনা করার ঘোরতর বিরোধিতা করি আমি। স্পষ্টভাবে সেই কথাই জানিয়ে দিতে চাই।”
উল্লেখ্য, ৫ নভেম্বর মার্কিন মুলুকে ভোটের দিন হলেও, ৪৭টি রাজ্যে অনেক আগেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে। একে বলে ‘আর্লি ভোট’। লক্ষ লক্ষ মানুষের ভোটদান হয়ে যাওয়ার পরে যে সর্বশেষ জনমত সমীক্ষা প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে একেবারে কাঁটায়-কাঁটায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.