Advertisement
Advertisement
kamla haris

মার্কিন ভোটযুদ্ধে তুরুপের তাস ভারতীয়রাই! কমলা হ্যারিসের প্রচারে উঠে এল ইডলি প্রেম

উঠে আসে মাদ্রাজ ভ্রমণের কথাও।

Kamala Harris On Her Mother, Long Walks In Chennai And Love For Idli
Published by: Paramita Paul
  • Posted:August 16, 2020 3:20 pm
  • Updated:August 16, 2020 3:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহেই মার্কিন মুলুকে ভোট-যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। আর সেই নির্বাচনী যুদ্ধে তুরুপের তাস ভারতীয়রাই। ট্রাম্পও বলছেন, তাঁর স্বপক্ষে রয়েছেন অনাবাসী ভারতীয়রা। তো প্রতিপক্ষের কমলা হ্যারিস (Kamala Haris) প্রচারে নিজের বংশ পরিচয় টেনে এনেছেন। ভোটপ্রচারে উঠে আসছে তাঁর ছোটবেলাকার গল্প। যেমন দক্ষিণ ভারতীয়দের এক অনুষ্ঠানে গিয়ে ছেলেবেলার মাদ্রাজ ভ্রমণের স্মৃতি ও ইডলির প্রতি ভালবাসার কথা তুলে ধরলেন কমলা।

শনিবার ‘সাউথ এশিয়ানস ফর বিডান’ (South Asians for Biden) অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কমলা। সেখানে তাঁর তামিল ইন্দো-আমেরিকান মায়ের সম্পর্কেও স্মৃতিচারণা করেন মার্কিন মুলুকের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। একইসঙ্গে তাঁর কথায় ইডলি-প্রেম ও মহাত্মা গান্ধীর প্রতি পরম শ্রদ্ধার কথাও বারবার উঠে এসেছে। ফিরে-ফিরে এসেছে চেন্নাইয়ে কাটানো তাঁর ছোটবেলার কথা। তাঁর বেড়ে ওঠার কথা। চেন্নাইয়ের (Chennai) রাস্তায় কীভাবে দাদুর সঙ্গে হেঁটে বেড়াতেন সেই স্মৃতিও তুলে ধরেন কমলা। এদিকে কমলার বাবা ডোনাল্ড এসেছিলেন জামাইকা থেকে। মা শ্যামলা আমেরিকার বার্কলে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ভারতের তামিলনাডু (Tamilnadu) থেকে। পরবর্তীতে বিয়ের পর সেখানেই থাকতে শুরু করেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন : ‘ওঁর চেয়ে আমার ভারতীয় সমর্থক অনেক বেশি’, কমলা হ্যারিসকে চ্যালেঞ্জ ট্রাম্পের]

গতকালের সেই অনুষ্ঠান থেকেই কমলা হ্যারিস বলেন,”সমস্ত ভারতবাসী এবং আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে চাই। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনপ্রাপ্তির ঘোষণায় উদ্বেলিত হয়েছিল গোটা দেশের সমস্ত নারী-পুরুষের মন। বর্তমানে ২০২০ সালের সেই ১৫ই আগস্টেই দক্ষিণ-এশীয় বংশোদ্ভূত আমেরিকার প্রথম উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি।”

[আরও পড়ুন : প্রয়াত আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement