সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু সমীক্ষায় দেখা গিয়েছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। শেষপর্যন্ত রিপাবলিকান প্রার্থীকে টপকে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসই মার্কিন মসনদে বসবেন কিনা তা সময় বলবে। এই পরিস্থিতিতে নিজের সহোদরাকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন মায়া হ্যারিস। জানালেন, তাঁর দিদি কমলা লড়ছেন সামগ্রিক গণতন্ত্রের জন্য।
আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতরা দিওয়ালি উদযাপন করেন ধুমধাম করে। সেই উপলক্ষেই অ্যারিজোনার স্কটসডেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন মায়া। মাত্র দিন দশেকের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। মায়ার মুখে উঠে আসে সেই প্রসঙ্গ। তিনি বলেন, ”কমলা এমন একজন মানুষ, যে গণতন্ত্রে জন্য লড়ছে। আপনি কোথা থেকে এসেছেন সেটা গুরুত্বপূর্ণই নয়। যে সুযোগ আপনার প্রাপ্য, তা আপনি পাবেনই।”
নির্বাচনের পারদ চড়তেই রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ভোটপ্রচারে নাম ঘুরিয়ে অভিবাসীদের আবর্জনা বলেছেন বলে অভিযোগ। তিনি বলেন, “আমরা আসলে বাকি বিশ্বের কাছে আবর্জনার পাত্রের মতো।” ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে কটাক্ষ করে ট্রাম্প আরও বলেন, “আমেরিকা আসলে অনেকের কাছেই আবর্জনা ফেলার একটা জায়গা মাত্র।” অনেকেরই বক্তব্য, ঘুরিয়ে অভিবাসীদেরই আবর্জনা বলছেন ট্রাম্প। মায়ার বক্তব্যে যেন ট্রাম্পকেই ‘জবাব’ দেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রসঙ্গত, মায়া-কমলার মা শ্যামলা গোপালন আমেরিকার বার্কলে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ভারতের তামিলনাডু থেকে। পরবর্তীতে বিয়ের পর সেখানেই থাকতে শুরু করেন তাঁরা। এদিন তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মায়া। উল্লেখ্য, ২০২০ সালেই আমেরিকায় নতুন এক ইতিহাসের সৃষ্টি করেন ক্যালিফোর্নিয়ার সেনেটর কমলা। মার্কিন রাজনীতিতে নজির গড়ে প্রথম ভাইস প্রেসিডেন্ট পদে বসেন কোনও কৃষ্ণাঙ্গ মহিলা। এবার কি তিনিই হবেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট? আপাতত সেই উত্তরই খুঁজছেন ডেমোক্র্যাটরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.