সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমলা হ্যারিসকে কুরুচিকর আক্রমণ করে বিতর্কের কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে তাঁকে নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী। তবে ট্রাম্পের নতুন মন্তব্য নিয়ে নয়, এর আগে তাঁকে নিয়ে করা ট্রাম্পের এক মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন ভারতীয় বংশোদ্ভূত নেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশ্ন তোলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris) আদৌ কৃষ্ণাঙ্গ নাকি বর্ণের রাজনীতি করছেন। সেই প্রসঙ্গে কমলার প্রতিক্রিয়া, ”সেই এক ফাটা রেকর্ড!” এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নেত্রীর সটান জবাব, ”অন্য প্রশ্ন করুন প্লিজ।”
ঠিক কী বলেছিলেন ট্রাম্প? তাঁকে বলতে শোনা গিয়েছিল, “ও (কমলা হ্যারিস) ভারতীয় বলেই জানতাম। নিজেও বরাবর ভারতীয় ঐতিহ্যের প্রচার করেছেন। কয়েক বছর আগে পর্যন্তও আমি জানতাম না যে ও কৃষ্ণাঙ্গ। যখন ও কৃষ্ণাঙ্গ হয়ে গেল, তখনই ওই বিষয়ে জানলাম। এখন ও কৃষ্ণাঙ্গ হিসাবে পরিচিত হতে চায়। তাই আমি ঠিক জানি না, ও ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ?” মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে সমালোচনার ঝড় ওঠে। ডেমোক্র্যাটদের দাবি, বর্ণ, জাতি ও সম্প্রদায় তুলে দলীয় প্রার্থী কমলাকে অপমান করেছেন ট্রাম্প।
সেই বিতর্ক প্রসঙ্গেই এবার কার্যত বিরক্ত দেখাল কমলাকে। তাঁর প্রতিক্রিয়ায় সাংবাদিক জানতে চান, ”এই টুকুই?” যা শুনে ডেমোক্র্যাট নেত্রীর সংক্ষিপ্ত জবাব, ”এই টুকুই।” যদিও পরে তিনি ট্রাম্পকে আক্রমণ করেন। বলেন, ”আমি মনে করি গত এক দশকে আমরা প্রাক্তন প্রেসিডেন্টের মধ্যে এমন একজনকে পেয়েছিলাম যিনি সত্যিই এমন এক এজেন্ডা এবং পরিবেশ তৈরি করেছিলেন যা আমেরিকান হিসাবে আমাদের চরিত্র ও শক্তিকে হ্রাস করে। সত্যিই আমাদের জাতিকে বিভক্ত করে। এবং আমি মনে করি লোকেরা এই পৃষ্ঠাটি উলটে দিতে প্রস্তুত।”
এদিকে সম্প্রতি কমলার বিরুদ্ধে আরও কুরুচিকর মন্তব্য করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। তাঁর দাবি, রাজনৈতিক কেরিয়ারে উন্নতির জন্য যৌনতাকে কাজে লাগিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। রাজনীতিতে উন্নতি করার জন্য কমলার হাতিয়ার ছিল মুখমেহন! এমনই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় মার্কিন মুলুকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.