Advertisement
Advertisement

Breaking News

Kali puja 2024

আঁধার ঘোচাতে ডাচদের দেশে প্রথমবার সর্বজনীন কালীপুজো, শক্তির আরাধনায় মাতলেন বাঙালিরা

জুলাই মাসেই দেবী পাড়ি দিয়েছিলেন ডাচদের দেশে।

Kali puja 2024: First time Kali Puja in Netherlands
Published by: Subhankar Patra
  • Posted:November 1, 2024 9:18 pm
  • Updated:November 1, 2024 9:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে আলোর উৎসব। শক্তির আরাধনা দেশের বিভিন্ন প্রান্তে। তবে শুধু দেশেই নয়, বিদেশেও কিন্তু হচ্ছে কালীপুজো। যার অন্যতম দৃষ্টান্ত হল নেদারল্যান্ডস। প্রথমবার ডাচদের দেশে আয়োজন করা হল সর্বজনীন কালীপুজোর।

সেই জুলাই মাসেই দেবী পাড়ি দিয়েছিলেন ডাচদের দেশে। দীর্ঘ অপেক্ষার পর নেদারল্যান্ডসের মাটিতে দেবীর আরাধনায় মাতল প্রবাসী বাঙালি।

Advertisement

নেদারল্যান্ডসের চার বাঙালি পরিবারের উদ্যোগেই এই প্রথমবার হচ্ছে সর্বজনীন মা কালীর আরাধনা। এই অভিবন প্রয়াস ‘উচ্ছ্বাস’-এর। নেদারল্যান্ডসে প্রায় আড়াই লক্ষ ভারতীয়র বাস। যার মধ্যে বাঙালির সংখ্যা প্রায় হাজারখানেক। প্রতিবছরই এই হাজার খানেক বাঙালি মেতে ওঠেন দুর্গাপুজোয়। কিন্তু দুর্গাপুজো মিটলেই চারদিক যেন খাঁ খাঁ করতে থাকে। সেই অন্ধকার, দুঃখ ঘোচাতেই ‘উচ্ছ্বাস’- এর জন্ম। এই সংগঠনের হাত ধরে ঠিক বাংলার মতো করেই নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেনবার্গ এক হয়ে মেতে উঠল মা কালীর আরাধনায়।

পুজো বিদেশের মাটিতেই হলেও নিয়ম-আচারে কোনও খামতি রাখেননি প্রবাসীরা। পুজো হয়েছে পঞ্জিকা মেনেই। মায়ের ভোগ থেকে প্রদীপ প্রজ্জ্বলন, সবেতেই ছিল বাঙালিয়ানা ছোঁয়া। পৌরোহিত্যে ছিলেন ভট্টাচার্য দম্পতি নীলাঞ্জন ও লিপিকা।

শুধু পুজো নয়, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দেবীর আরাধনায় শুধু বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। অংশ নিয়েছিলেন ডাচেরাও। নেদারল্যান্ডসের বাসিন্দা শ্রেয়সী রক্ষিত দণ্ড বলেন, “এখানে অনেক দুর্গাপুজো হয়, কিন্তু কালীপুজো এতদিন হত না। আমরা কলকাতার কালীপুজো খুব মিস করি। তাই সেই মনখারাপ কাটাতেই আমাদের এই উদ্যোগ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement