Advertisement
Advertisement

Breaking News

Justin Trudeau Diwali

ভারতীয়দের সঙ্গে দীপাবলি পালন ট্রুডোর, আলোর উৎসবে কাটবে ‘খলিস্তানি অন্ধকার’?

খলিস্তানি কাঁঁটায় বিদ্ধ ভারত-কানাডা সম্পর্ক।

Justin Trudeau celebrates Diwali with Indian community amidst India Canada diplomatic row | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 9, 2023 12:52 pm
  • Updated:November 9, 2023 12:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের (India) সঙ্গে কানাডার (Canada) দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক টানাপোড়েনের মধ্যেই দীপাবলি (Diwali) পালন করলেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। জানা গিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত কানাডার সাংসদ চন্দ্রশেখর আর্যর আয়োজিত দীপাবলির উৎসবে যোগ দেন ট্রুডো। কানাডার নানা শহর থেকে বেশ কয়েকজন ভারতীয় এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলেই খবর। নিজের ইনস্টাগ্রামে অনুষ্ঠানের ছবি পোস্ট করে ট্রুডো বলেন, অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় হোক এই উৎসবের আবহে। প্রসঙ্গত, খলিস্তানি জঙ্গি খুনের ভারতের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ট্রুডো। তার পর থেকেই ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে।

বুধবার পার্লামেন্ট হিলে দীপাবলির আয়োজন করেন চন্দ্রশেখর। যদিও একাধিকবার ট্রুডোর বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। তবে ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাতের আবহে ওই অনুষ্ঠানে হাজির হন কানাডার প্রধানমন্ত্রী। সকলের সঙ্গে মিলে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসবের সূচনা করেন ট্রুডো। কানাডার ভারতীয়দের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন বিমানহানায় মৃত ৯, এবার সম্মুখ সমরে ইরান-আমেরিকা?]

অনুষ্ঠানের ছবি পোস্ট করে ট্রুডো জানান, “কয়েকদিনের মধ্যেই গোটা বিশ্ব দীপাবলি ও বান্দি ছোড় দিবস পালন করবে। দুই অনুষ্ঠানই অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়ের ইতিবাচক কথা বলে। এই আলো আমাদের সকলেরই দরকার। সকলকে দীপাবলি ও বান্দি ছোড় দিবসের শুভেচ্ছা। আশা করি এই উৎসবের মরশুম সকলের জীবনে শুভ হোক।”

গত সেপ্টেম্বর মাস থেকে খলিস্তানি কাঁটায় তলানিতে ঠেকেছে ভারত-কানাডা সম্পর্ক। পার্লামেন্টে দাঁড়িয়ে (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ আনেন, কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের নেপথ্যে ভারতের হাত রয়েছে। এর পর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত। দুই দেশ থেকেই অপর দেশের শীর্ষ কূটনীতিকদের বহিষ্কার করা হয়। এর পর ভারত থেকে ৪০ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নেয় কানাডা। তার পর দুই দেশের মধ্যে ভিসা সমস্যা খানিকটা মিটলেও এখনও কূটনৈতিক মতবিরোধ রয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে ভারতীয়দের সঙ্গে উৎসবে মাতলেন ট্রুডো।  

[আরও পড়ুন: ভোট ফর কাস্ট, ভোট ফর পাস্ট, মধ্যপ্রদেশ নির্বাচনে জটিল সমীকরণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement