Advertisement
Advertisement

Breaking News

Trump

আরও অস্বস্তিতে ট্রাম্প! সম্পত্তি বাড়িয়ে দেখানোয় ‘প্রতারক’ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

সংস্থার রিয়েল এস্টেট ও আর্থিক সম্পদের মূল্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোয় অভিযুক্ত ট্রাম্প।

Judge rules ex-US President and sons committed fraud। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 27, 2023 10:55 am
  • Updated:September 27, 2023 11:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও অস্বস্তিতে ডোনাল্ড ট্রাম্প। এক দেওয়ানি মামলায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর দুই ছেলে এরিক ও ডোনাল্ড জুনিয়রকে প্রতারক বলে চিহ্নিত করলেন বিচারপতি আর্থার এনগোরন। তিনি জানিয়েছেন, বহু বছর ধরে ট্রাম্পের সংস্থার রিয়েল এস্টেট ও আর্থিক সম্পদের মূল্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা যাচ্ছে, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস সপুত্র ট্রাম্পকে অভিযুক্ত করেছিলেন। তাঁর দাবি, ট্রাম্প ও তাঁর ছেলেরা কর কালেক্টর থেকে বিমাকারী, ঋণদাতা সবাইকে লাগাতার মিথ্যে বলে গিয়েছেন সম্পতি সম্পর্কে। প্রথম থেকেই তা বাড়িয়ে দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার মামলার সময় ট্রাম্পের আইনজীবীরা দাবি করেন, মামলায় ট্রাম্পের অনুকূলেই রায় দেওয়া হোক। শুনানির পরে বিচারপতি আর্থার এনগোরন বলেন, ”এই ধরনের অসঙ্গতি শুধুমাত্র জালিয়াতি হিসাবে বিবেচিত হতে পারে।”

Advertisement

[আরও পড়ুন: দালালরাজ রুখতে কড়া পদক্ষেপ নয় কেন? সাগর দত্তের অধ্যক্ষকে ‘ধমক’ মদনের]

স্বাভাবিক ভাবেই এই রায়ে বেজায় চটেছেন ট্রাম্প (Donald Trump)। তিনি অ্যাটর্নি জেনারেলকে তোপ দেগেছেন। তাঁর দাবি, যেহেতু লেটিশিয়া ডেমোক্র্যাট ও কৃষ্ণাঙ্গ, তাই তিনি ট্রাম্পের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনেছেন। তাঁকে ‘রেসিস্ট’ বলেও তোপ দেগেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৪ সালের মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনিই। কিন্তু নির্বাচনের আগে ক্রমেই নানা বিতর্কে জড়াচ্ছেন ট্রাম্প। এর ফলে তাঁর অস্বস্তি বাড়ছে।

[আরও পড়ুন: মানুষের সেবা করতে রাজনীতিতে, নিজের টোটো চালিয়েই শপথ নিতে গেলেন বিদ্যুৎ ও শিক্ষা কর্মাধ্যক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement