Advertisement
Advertisement

সাংবাদিক হেনস্তার ঘটনায় হোয়াইট হাউসের বিরুদ্ধে জয় সিএনএন-এর

ট্রাম্প প্রশাসনকে কড়া সমালোচনা আদালতের৷

Judge orders White House to return Jim Acosta's press pass
Published by: Kumaresh Halder
  • Posted:November 17, 2018 8:32 pm
  • Updated:November 17, 2018 8:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অবশেষে জয় ছিনিয়ে আনল সিএনএন৷ আদালতের নির্দেশে হোয়াইট হাউসে ঢোকার অনুমতিপত্র ফিরে পেলেন সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টা৷ মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে সিএনএন কর্তৃপক্ষ৷ সাংবাদিককে হেনস্তা ও অনুমতিপত্র কেড়ে নেওয়ার ঘটনায় মার্কিন আদালতের তরফে ট্রাম্প প্রশাসনকে কড়া ভাষায় সমালোচনা করা হয়৷ অবিলম্বে সাংবাদিকের উপর জারি করা হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত৷

[জুকারবার্গের পদত্যাগের দাবিতে বিদ্রোহ শুরু ফেসবুকের অন্দরে]

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে ফেডারেল আদালতে সিএনএন-এর তরফে দাবি জানানো হয়, হোয়াইট হাউসে সাংবাদিকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সংবিধানের ১ এবং ৫ নম্বর ধারা লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন৷ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে সিএনএন-এর পাশে দাঁড়ায় ফক্স নিউজও৷ তাদের তরফেও এই একই অভিযোগ তোলা হয়৷ মার্কিন সংবাদমাধ্যমের বৃহৎ দুটি গোষ্ঠীর বিস্ফোরক অভিযোগ পেয়ে ফেডারেল আদালতের বিচারক টিমোথি কেলি হোয়াইট হাউসকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন৷ আদালতের নির্দেশ জারি হতে না হতেই সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টাকে ডেকে তাঁর হাতে অনুমতিপত্র তুলে দেওয়া হয় বলে খবর৷

Advertisement

[মানবাধিকার কর্মীদের মুক্তি চাই, পাক প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে বালোচরা]

সম্প্রতি, হোয়াইট হাউসে সাংবাদিককে ঢুকতে না দেওয়ায় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করে সিএনএন কর্তৃপক্ষ৷ হোয়াইট হাউস কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়ে গোটা ঘটনার কারণ জানতে চাওয়া হয়৷ অভিযোগ, এর আগেও সিএনএন-এ কর্মরত সাংবাদিক জিম অ্যাকোস্টার হোয়াইট হাউসে ঢোকা নিষিদ্ধ করে মার্কিন প্রশাসন৷ তাঁর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ এনে হোয়াইট হাউসে ঢোকার প্রেস পাস বাতিল করে দেওয়া হয়৷ এই ঘটনায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন ওই সাংবাদিক৷ গোটা ঘটনার প্রতিবাদ জানিয়ে মার্কিন প্রশাসনের কড়া সমালোচনাও করা হয়৷ কিন্তু, তাতেও কোনও কাজ না হওয়ায় আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেয় সিএনএন কর্তৃপক্ষ৷ মামলা দায়ের করে সাংবাদিককে হোয়াইট হাউসে ঢুকতে না দেওয়ার কারণ জানতে চাওয়া হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement