Advertisement
Advertisement

Breaking News

ভারতকে খুশি করতেই গৃহবন্দি হাফিজ, জঙ্গিদের নিশানায় মোদি-ট্রাম্প

হাফিজকে বাঁচাতেই কি গৃহবন্দি করে রাখার নাটক?

JuD threatens protest over Hafiz Saeed's detention
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 2, 2017 4:01 am
  • Updated:February 2, 2017 4:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাফিজ সইদকে অবিলম্বে মুক্তি না দিলে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার হুমকি দিল জামাত-উদ-দাওয়া ও অন্যান্য মুসলিম সংগঠনগুলি৷ হাফিজকে গৃহবন্দি করার পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত রয়েছে বলেও অভিযোগ চরমপন্থী পাক সংগঠনগুলির৷ এই হাফিজই ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী৷

(লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান)

সইদ-সহ মোট পাঁচ জামাত নেতাকে গত ২৭ জানুয়ারি থেকে গৃহবন্দি করে রাখার নির্দেশ দেয় পাক পাঞ্জাবের স্বরাষ্ট্র দফতর৷ এর প্রতিবাদে হাফিজের অনুগামীরা ভারতে বড়সড় হামলা চালাতে পারে বলে আশঙ্কা এদেশের কেন্দ্রীয় গোয়েন্দাদের৷ হামলার আগাম আশঙ্কায় সেনাপ্রধান বিপিন রাওয়াত জওয়ানদের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন৷ আমেরিকার চাপেই হাফিজ গৃহবন্দি কি না বা হাফিজকে লোকচক্ষুর আড়ালে রাখতেই গৃহবন্দি করার নাটক করা হচ্ছে কি না তা জানতে গত কয়েকদিনের ঘটনার উপর কড়া নজর রাখছে ভারত সরকার৷ এ বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, হাফিজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পাকিস্তানের উচিত সন্ত্রাস দমনে নিজেদের সদিচ্ছা প্রমাণ করা৷ গোটা ঘটনার উপর কড়া নজর রেখেছে ভারত৷ তবে পাক সেনাবাহিনীর মুখপাত্র আশরফ গফুর এ ব্যাপারে জানিয়েছেন, “পাকিস্তানের জাতীয় স্বার্থে এটি একটি নীতিগত সিদ্ধান্ত৷ হাফিজের অনুগামী আবদুল্লা উবেইদ, জাফর ইকবাল, আবদুর রহমান আবিদ ও কাশিফ নওয়াজকে গৃহবন্দি করা হয়েছে৷”

Advertisement

(পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের)

জামাত-উদ-দাওয়ার (জেইউডি)) ছাতার নিচে ৪০টিরও বেশি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন রয়েছে৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ জেইউডিকে আগেই জঙ্গি সংগঠন ও লস্করের শাখা বলে ঘোষণা করেছে৷ হাফিজকে মুক্তি না দিলে ৫ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে আগুন জ্বলবে বলেও হুমকি দিয়ে রেখেছে জামাতের অন্যান্য শীর্ষ নেতারা৷ ডিফেন্স কাউন্সিল অফ পাকিস্তান বা ডিসিপির চেয়ারম্যান সামিউল হক বলেছেন, “ভারতকে সন্তষ্ট করতেই হাফিজ সইদকে গৃহবন্দি করে রাখা হয়েছে৷” পাক জঙ্গি সংগঠনগুলির এই মনোভাব আঁচ করতে পেরেই ভারতীয় সেনাপ্রধান কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন৷

পাক জঙ্গি নেতা সঈদ সালাহউদ্দিনও পাক সরকারকে হুমকি দিয়ে জানিয়েছে, ভারতকে খুশি করতে কাপুরুষের মতো আচরণ করছে পাকিস্তান৷ ইউনাইটেড জিহাদ কাউন্সিলের ছাতার নিচে জঙ্গি কার্যকলাপে লিপ্ত থাকার বহু অভিযোগ রয়েছে সালাহউদ্দিনের বিরুদ্ধে৷ হাফিজকে আটক করে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে স্তব্ধ করা যাবে না বলেও দাবি কয়েকটি পাক জঙ্গি সংগঠনের৷ হাফিজ গৃহবন্দি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ও এ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুলও পুড়ছে পাকিস্তানের রাজপথে৷

(ভারতে পরমাণু হামলার হুমকি হাফিজ সইদের)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement