সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিখ্যাত মার্কিন (USA) ব্যাংক ফার্স্ট রিপাবলিক ব্যাংক (First Republic Bank) এবার বন্ধ হয়ে গেল। জানা গিয়েছে, ব্যাংকটি অধিগ্রহণ করতে চলেছে বিখ্যাত সংস্থা জেপি মর্গ্যান (JP Morgan)। বেশ কিছুদিন ধরেই ব্যাপক লোকসানের মধ্যে পড়েছিল ফার্স্ট রিপাবলিক ব্যাংক। বেসরকারি উদ্যোগে ব্যাংককে বাঁচানোরও চেষ্টা হয়। অবশেষে সরকারের ডাকেই ব্যাংকটি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেপি মর্গ্যান। প্রসঙ্গত, গত দু’মাসে এই নিয়ে তৃতীয়বার বন্ধ হল মার্কিন ব্যাংক।
সোমবার এই ব্যাংক কেনা নিয়ে বিবৃতি দিয়েছে জেপি মর্গ্যান। তাদের তরফে জানানো হয়েছে, ঋণ সমেতই ফার্স্ট রিপাবলিক ব্যাংক অধিগ্রহণ করতে চলেছে তারা। কত অর্থের বিনিময়ে ব্যাংক বিক্রি হবে, তা অবশ্য এখনও জানা যায়নি। নিলামের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ব্যাংকের মালিকানা যাবে জেপি মর্গ্যানের হাতেই।
প্রসঙ্গত, ২০০৮ সালের পর ফের ভয়াবহ ব্যাংকিং বিপর্যয়ের মুখে পড়েছে আমেরিকা। পরপর বন্ধ হয়ে যায় সিলিকন ভ্যালির মতো বিখ্যাত ব্যাংকগুলি। আতঙ্কিত হয়ে পড়েন গ্রাহকরা। এমনকি, মাত্র ৯৯ টাকায় বিক্রি হয়ে যায় সিলিকন ভ্যালির ইংল্যান্ডের শাখা।
যদিও এহেন সংকটের মধ্যে সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বিবৃতি জারি করে বলেন, আমেরিকার ব্যাংকিং সিস্টেম খুবই মজবুত। ব্যাংক ডিপোজিট সুরক্ষিত রাখতে আমরা সমস্ত পদক্ষেপ করছি। এমনকি দেশবাসীর উদ্দেশেও বার্তা দেন তিনি। তবে এহেন ঘোষণার পরেও মার্কিন ব্যাংকের দুর্দশা কাটার কোনও লক্ষণ নেই। আমেরিকার সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে ঝাঁপ বন্ধ হল আরেক মার্কিন ব্যাংকের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.