Advertisement
Advertisement

Breaking News

Hamas

দিনে আল জাজিরার সাংবাদিক, রাতে জঙ্গি! হামাস শীর্ষ নেতার পর্দাফাঁস ইজরায়েল সেনার

গত মাসে গাজায় ইজরায়েলের বিমান হামলায় মৃত ২ সাংবাদিকেরও হামাস যোগ রয়েছে বলে দাবি IDF-এর।

'Journalist by day, terrorist by night': Israel claims on Hamas leader | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 12, 2024 3:40 pm
  • Updated:February 12, 2024 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের (Israel-Palestine War) মাঝে এবার বড়সড় তথ্য ফাঁস করল IDF. আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক হামাসের (Hamas)শীর্ষ নেতা বলে দাবি করল ইজরায়েল সেনা। মহমদ ওয়াশাহ নামে আল জাজিরার ওই সাংবাদিকের ল্যাপটপ থেকে পাওয়া কিছু নথির ভিত্তিতে এই দাবি করেছেন আইডিএফের লেফটেন্যান্ট জেনারেল আভিচে আদ্রাই। সাংবাদিকের আড়ালে ওয়াশাহ আসলে হামাসের সিনিয়র কমান্ডার বলে জানা যাচ্ছে।

মহমদ ওয়াশাহ নামে ওই প্যালেস্তিনীয় সাংবাদিক (Journalist) সম্প্রতি কয়েকমাস ধরে আল জাজিরার হয়ে সংবাদ সংগ্রহ করছেন। ইজরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে দুদেশের মধ্যে বিতর্কিত জায়গা গাজা ভূখণ্ডের (Gaza Strip) উত্তরাংশে সম্প্রতি অভিযান চালায় ইজরায়েল ডিফেন্স ফোর্স। সেখান থেকে ওয়াশাহর ল্যাপটপ (Laptop) উদ্ধার হয়। সেইসঙ্গে আরও বেশ কিছু তথ্য। তা দেখেই আইডিএফের শীর্ষ নেতা আভিচে আদ্রাইয়ের দাবি, ওয়াশাহ হামাসের অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ইউনিটের সক্রিয় সদস্য। আকাশপথে (Airstrike) হামলা চালানোর ছক কষতে দক্ষ। এনিয়ে তাঁর রীতিমতো গবেষণা রয়েছে। ইজরায়েল সেনার দাবি, প্রযুক্তির সাহায্যে ওয়াশাহর ল্যাপটপ থেকে তাঁর কাজের সমস্ত খুঁটিনাটি জানতে পেরেছেন তাঁদের বিশেষজ্ঞরা।

Advertisement

[আরও পড়ুন: সন্দেশখালি নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কী বললেন?]

সাংবাদিকতার আড়ালে জঙ্গি কার্যকলাপ নিয়ে ইজরায়েল এই অভিযোগ নতুন নয়। গত মাসে গাজার রাফায় ইজরায়েলের বিমান হামলায় আল জাজিরার (Al Jazeera) দুই সাংবাদিকের মৃত্যু হয়। পরে ইজরায়েল দাবি করে, তাঁরা দুজনই প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠীর সদস্য। এবার মহমদ ওয়াশাহর ক্ষেত্রেও সেই একই অভিযোগ উঠল। আইডিএফের দাবি, দিনে আল জাজিরার হয়ে সাংবাদিকতা করেন ওয়াশাহ, আর রাতে তিনি হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেন। এনিয়ে আল জাজিরাকেও তোপ দেগেছে আইডিএফ। তাদের দাবি, আল জাজিরার মতো সংবাদ সংস্থার সাংবাদিকদের কাজে নিরপেক্ষতা বজায় রাখা কাম্য। তার বদলে তাঁরা হামাসের সামনের সারিতে কাজ করছে বলে অভিযোগ তুলছে ইজরায়েল ডিফেন্স ফোর্স।

[আরও পড়ুন: ইন্টারভিউ ছেড়ে চলে যান মমতা, এক যুগ পর রাজ্যসভার ভোটে TMC প্রার্থী সেই সাগরিকা, কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement