Advertisement
Advertisement
Joe Biden

ঠান্ডা লড়াইয়ের হুঙ্কারের মাঝেই বাইডেনের সঙ্গে বৈঠক জিনপিংয়ের! নতুন কী কৌশল চিনের?

দুদেশের মধ্যে উত্তেজনার পারদও তুঙ্গে।

Joe Biden will meet Xi Jinping says report। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:October 6, 2023 8:57 pm
  • Updated:October 6, 2023 8:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসেই বিশ্বমঞ্চ থেকেই আমেরিকাকে এক হাত নিয়ে ঠান্ডা লড়াইয়ের হুঙ্কার দিয়েছিল চিন। দুদেশের মধ্যে উত্তেজনার পারদও সপ্তমে। এই মাঝেই শোনা যাচ্ছে, শীঘ্রই বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। মনে করা হচ্ছে, দুদেশের চির ধরা সম্পর্ককে ঠিক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে বিগত কয়েক বছরে ওয়াশিংটন ও বেজিংয়ের সম্পর্কে যে বরফ জমেছে তা কী এবার গলতে পারে? কূটনৈতিক মহলে ঘুরছে এই প্রশ্নই।   

রয়টার্স সূত্রে খবর, আমেরিকার (US) সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট তাদের এক রিপোর্টে দাবি করেছে, আগামী মাসে সানফ্রান্সিসকোতে বৈঠকে বসতে পারেন বাইডেন (Joe Biden) ও জিনপিং। চলছে তারই পরিকল্পনা। সবুজ সংকেত রয়েছে দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাতের। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ মার্কিন আধিকারিকও এমনটাই জানিয়েছেন। এই বিষয়ে আমেরিকার চিনা দূতাবাসের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, “দুদেশের মধ্যে যোগাযোগ রয়েছে। তবে সহযোগিতা বাড়ানোর জন্য বিশ্বাসের জায়গা আরও প্রসারিত করতে হবে।” এই রিপোর্ট নিয়ে এখনও পর্যন্ত হোয়াইট হাউসের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Advertisement

[আরও পড়ুন: মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের ঘোষণা ‘মুক্তমনা’ বাইডেনের, হাঁটলেন ট্রাম্পের পথেই]

বলে রাখা ভালো, গত মাসেই চিনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি। আশঙ্কা প্রকাশ করে রিপাবলিকান নেত্রী বলেছিলেন, “চিনের জন্য আমেরিকা ও গোটা বিশ্ব অস্তিত্ব সংকটে পড়বে। এতে কোনও দ্বিধা নেই যে, যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে কমিউনিস্ট দেশটি। গত কয়েক দশক ধরে তারা আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।” 

অন্যদিকে, সেপ্টেম্বরে আসিয়ানের মঞ্চ থেকে নাম না করে আমেরিকাকে ঠান্ডা লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছিল চিন (China)। গত জুন মাসে ওয়াশিংটনের আকাশে দেখা গিয়েছিল চিনের ‘গুপ্তচর’বেলুন। সেই বেলুনকে গুলি করে নামানো হয়। পরে জানা যায়, সেই চিনা বেলুন মার্কিন প্রযুক্তি ব্যবহার করেই আমেরিকার উপরে নজরদারি চালাতে চেষ্টা করেছিল। এছাড়াও দক্ষিণ চিন সাগর, তাইওয়ানের মতো একাধিক বিষয় নিয়ে দুদেশের মধ্যে সংঘাত তুঙ্গে। সব মিলিয়ে ওয়াশিংটন ও বেজিংয়ের সম্পর্ক যথেষ্ট জটিল পর্যায়ে রয়েছে। ফলে আদৌ শি-বাইডেন বৈঠক হলে কোনও রফাসূত্র মিলবে কি না তা নিয়ে রয়েছে সংশয়।  

[আরও পড়ুন: সিরিয়ার সেনা প্রশিক্ষণ শিবিরে ভয়াবহ ড্রোন হামলা, মৃত শতাধিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement