ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় কার্যত নিশ্চিত! এমনই পূর্বাভাস দিল আমেরিকার (USA) একটি সমীক্ষা। জো বাইডেনকে (Joe Biden) একেবারে মুছে দিয়ে ফের কুর্সিতে বসতে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, সেই তথ্যই উঠে এসেছে সমীক্ষার রিপোর্টে। প্রাথমিকভাবে অনুমান, দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য বাইডেনকেই দায়ী করেছেন আমজনতা।
সবমিলিয়ে সাতটি প্রদেশে সমীক্ষা চালানো হয়েছে। তার মধ্যে ছটিতেই ট্রাম্পের (Donald Trump) পক্ষে মত দিয়েছেন সাধারণ মানুষ। পেনসিলভ্যানিয়া, মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা ও নর্থ ক্যারোলিনায় এগিয়ে রয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, ২০২০ সালে এই নেভাডাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে হেরে গিয়েছিলেন রিপাবলিক নেতা। তবে চার বছর পরে সেই নেভাডাতেই জেতার মতো পরিস্থিতিতে রয়েছেন ট্রাম্প। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে অন্তত দুই থেকে আট শতাংশ বেশি ভোট পেতে পারেন তিনি।
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, একটিমাত্র প্রদেশে ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন বাইডেন। রিপোর্টে আরও বলা হয়, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের কার্যকলাপ নিয়ে ক্ষোভ রয়েছে আমজনতার মনে। তা সত্ত্বেও ট্রাম্পকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাইছে আমেরিকা। তাঁদের পর্যবেক্ষণ, বর্তমান সরকারের ভুলেই ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। প্রেসিডেন্ট হিসাবে বাইডেন আদৌ দায়িত্ব পালন করতে পারবেন কিনা, সেই নিয়েও প্রশ্ন রয়েছে। অনেকেই মনে করছেন, শারিরিকভাবে ফিট নন বলেই বাইডেনের প্রেসিডেন্ট হওয়া উচিত নয়।
উল্লেখ্য, চলতি বছরের শেষেই আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ইতিমধ্যেই কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে বাইডেন বনাম ট্রাম্প লড়াই। ভোটের আগেই বাইডেনকে একাধিকবার তোপ দেগেছেন ট্রাম্প। আগামী নির্বাচনে জিতবেন তিনিই, আভাস দিচ্ছে সমীক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.