Advertisement
Advertisement
Neera Tandon

আমেরিকায় ক্ষমতার ভরকেন্দ্রে একাধিক নারী, বাজেট চিফ হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীরা

বামপন্থা চিন্তাধারায় বিশ্বাসী নয়া বাজেট চিফ।

Joe Biden To Nominate Indo-American Neera Tandon As Budget Chief | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 30, 2020 2:51 pm
  • Updated:November 30, 2020 2:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (USA) এবার ক্ষমতার ভরকেন্দ্রে নারীশক্তির জয়গান। ২০০ বছরের পুরনো গণতন্ত্রের ইতিহাস যেন নতুন ছোঁয়া পাচ্ছে আমেরিকার সদ্যনির্বাচিত প্রসিডেন্ট জো বিডেনের (Joe Biden) আমলে। একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসছেন মহিলারা। স্থান করে নিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূতরা। সেই তালিকায় নতুন সংযোজন নীরা ট্যান্ডন (Neera Tandan)।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদেন অনুযায়ী, হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ (Chief of Budget)–এর প্রধান হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নীরা ট্যান্ডন। বর্তমানে তিনি সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস–এর চিফ এগজিকিউটিভ। উল্লেখ্য, এই সংগঠন কিছুটা বামপন্থা চিন্তাধারায় বিশ্বাসী। নীরা আবার এক সময় হিলারি ক্লিন্টনেরও ঘনিষ্ঠ ছিলেন।

Advertisement

[আরও পড়ুন : পাকিস্তানে ধর্মান্তকরণের ভয়াবহ রূপ, পাঞ্জাব প্রদেশে সবচেয়ে বেশি নির্যাতিত সংখ্যালঘুরা]

ভাইস প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে মনোনীত করে প্রথম চমক দিয়েছিলেন বিডেন। ক্ষমতায় আসার পর মহিলায় ক্ষমতায়নের সেই ধারা বজায় রয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসছেন মহিলারা। আমেরিকায় কোষাধ্যক্ষ থেকে গোয়েন্দা বিভাগের প্রধান পদে মনোনীত করেছেন মহিলাদের। এবার বাজেট চিফ পদেও বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা। শুধু তাই নয়। হোয়াইট হাউসে প্রেস সচিবের দায়িত্ব পাচ্ছেন এক নারী- জেনিফার সাকি। দীর্ঘ দিন ডেমোক্র্যাটদের মুখপাত্র ছিলেন তিনি। যোগাযোগ রক্ষাকারী দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন কেট বেডিংফিল্ড। তিনি বিডেনের হয়ে প্রচারের দায়িত্ব সামলেছেন।

এদিকে আর্থিক পরামর্শদাতা পরিষদের দায়িত্বে আসতে চলেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ সিসিলিয়া রাউসকে। এখানেও নয়া মাইলস্টোন ছুঁয়েছেন বিডেন। প্রথম অ্যাফ্রো–আমেরিকান হিসাবে রাউস আর্থিক পরামর্শদাতা পরিষদের দায়িত্বে পেতে চলেছেন। উল্লেখ্য, এই পরিষদের সদস্য সংখ্যা তিন। বাকি দুই পদে বসতে চলেছেন জেয়ার্ড বার্নস্টাইন এবং হিদার বাউশে।

[আরও পড়ুন : কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে চিড় জো বিডেনের, আরোগ্য কামনায় টুইট ট্রাম্পের]

উল্লেখ্য, সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বিডেনের প্রশাসনিক টিমে ঠাঁই পেয়েছে কমবেশি ২০ জন ভারতীয় বংশোদ্ভূত। এঁদের মধ্যে তিনজন নেতৃত্বে থাকবেন। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী ডিফেন্স সেক্রেটারি ক্রিস মিলারের চিফ অফ স্টাফ নিযুক্ত হলেন ইন্দো-আমেরিকান কাশ্যপ প্রমোদ পটেল। জানিয়েছে পেন্টাগন। সবমিলিয়ে আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক ভারতীয়রা স্থান পেয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement