Advertisement
Advertisement
Joe Biden

ইউনুসকে বুকে টেনে নিলেন বাইডেন, বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস আমেরিকার

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাথার উপর আমেরিকার 'ভালবাসার হাত'।

Joe Biden meets Muhammad Yunus, offers US's full support to Bangladesh
Published by: Amit Kumar Das
  • Posted:September 25, 2024 8:59 am
  • Updated:September 25, 2024 9:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসিনা সরকারের পতনে আমেরিকার হাত রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ। তবে বাংলাদেশের নয়া অন্তর্বর্তীকালীন সরকারের মাথার উপর যে আমেরিকার ভালবাসার হাত রয়েছে মঙ্গলবার স্পষ্ট হয়ে গেল সে ছবিটা। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে বুকে টেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানালেন, বাংলাদেশের নয়া সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার।

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন উপলক্ষে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। মঙ্গলবার সেখানেই বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হয় ইউনুসের। এই সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানে আঁকা দেওয়ালচিত্রের ছবি সংবলিত একটি বই ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ জো বাইডেনকে উপহার দেন ইউনুস। মার্কিন প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন কীভাবে জীবনের পরোয়া না করে হাসিনা সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছিল ছাত্র সমাজ। সব শুনে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের নয়া সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। জানান, ছাত্ররা যদি তাঁদের দেশের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে তাহলে আমেরিকারও উচিৎ তাঁদের জন্য কিছু করা। মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি এই সফরে ইউনুস সাক্ষাৎ করেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বঙ্গ ও রাষ্ট্রসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক-সহ আরও অনেক নেতার সঙ্গে।

Advertisement

উল্লেখ্য, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর নানা মহল থেকে জল্পনা ছড়িয়েছিল এই পালাবদলের পিছনে রয়েছে আমেরিকার অদৃশ্য হাত। যদিও সে তত্ত্ব খারিজ করে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, ‘বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে আমেরিকার কোনও সম্পর্ক নেই। হাসিনা সরকারের পতনে আমেরিকার যোগ থাকার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে। ওখানে যা ঘটেছে তা বাংলাদেশের জনগণের কারণে ঘটেছে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণই বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’ তাতে অবশ্য সন্দেহ যায়নি। ইকোনমিক টাইমসে একটি প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা নাকি বলেছেন, আমেরিকার জন্যেই তাঁর সরকার পড়ে গিয়েছে। কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা ছিল, বাংলেদেশের দক্ষিণে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন্স আমেরিকার হাতে তুলে না দেওয়ায় ষড়যন্ত্র করে তাঁর সরকার ফেলে দিয়েছে আমেরিকা।

এদিকে হাসিনা সরকার পতন ও বাংলাদেশে ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর গত ১৫ সেপ্টেম্বর, একটি উচ্চ-পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল ঢাকায় ইউনুসের সঙ্গে দেখা করেছিল। সেখানে বাংলাদেশকে সবরকম সাহায্যের আশ্বাস দেয় আমেরিকা। এবার নিউ ইয়র্কে ইউনুসকে যেভাবে সাদরে বুকে টেনে নিলেন বাইডেন তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement