Advertisement
Advertisement

মুকুটে নয়া পালক, টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের স্বীকৃতি পেলেন বিডেন

জানুয়ারি মাসে হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন বিডেন।

Joe Biden-Kamala Harris named Time 'person of the year' | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 11, 2020 7:14 pm
  • Updated:December 11, 2020 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাটকীয় নির্বাচনে জনমত পেয়েছেন জো বিডেন (Joe Biden)। ‘বিভাজক’ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করে আগামী জানুয়ারি মাসে হোয়াইট হাউসের দখল নিতে চলেছেন তিনি। এহেন সুসময়ে টাইম ম্যাগাজিনের ‘পার্সন অফ দ্য ইয়ার’ হিসেবে বেছে নেওয়া হল জো বিডেনকে। এই সম্মান ভাগ করে নিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসও।

[আরও পড়ুন: কারাবাখ যুদ্ধে ‘জয়ে’র আনন্দে মাতোয়ারা আজারবাইজান, উৎসবে শামিল এরদোগান]

বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে ম্যাগাজিনের তরফে বলা হয়, বিডেন ও হ্যারিসের এই জয় এমন কিছুকে প্রতিনিধিত্ব করে যা ঐতিহাসিক। টাইম ম্যাগাজিনের তরফে জানানো হয়েছে, এ বছরের বর্ষসেরা ব্যক্তিত্বের দৌড়ে বিডেন ও হ্যারিস ছাড়াও তালিকায় ছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অ্যান্টনি ফাউচি ও তাঁর অতিমারী মোকাবিলার যোদ্ধারা, বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন। কিন্তু সকলকে পিছনে ফিলে শীর্ষে উঠে এসেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। জানা গিয়েছে, পাঠকদের ভোটে এবছরের বর্ষসেরা হিসেবে এগিয়ে ছিলেন করোনা যোদ্ধারা। সেই হিসেবে গার্ডিয়ান অফ দ্য ইয়ারের স্বীকৃতি পেলেন মার্কিন বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউচি ও তাঁর করোনা যোদ্ধারা। চলতি বছরে বিজনেস পার্সন অফ দ্য ইয়ারের স্বীকৃতি পেলেন অনলাইন প্ল্যাটফর্ম জুমের প্রধান কার্যনির্বাহী ইরিক ইউয়ান। এন্টারটেন্টমেন্ট অফ দ্য ইয়ারের স্বীকৃতি পেয়েছেন পপ ব্যান্ড বিটিএস ও অ্য়াথলেট অফ দ্য ইয়ার হয়েছেন বিশিষ্ট বাস্কেটবল তারকা লেব্রণ জেমস।

উল্লেখ্য, গত মাসে নির্বাচনী লড়াইয়ে (US Presidential Election) পরাজিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রেকর্ড সংখ্যক পপুলার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী জো বিডেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) কিছুতেই সেই ফলাফল মানতে চাইছেন না। তাঁর দাবি, ভোটে কারচুপি করে জিতেছেন বিডেন। ‘আসল’ ভোটে জয় তাঁরই হয়েছে। কিন্তু স্বচ্ছ ভাবমূর্তীর জন্য বরাবরই সমাদৃত বিডেন। এবার সেই পলকে আরও একটি পাল জুড়ল।

[আরও পড়ুন: এবার ফাইজারের টিকার জরুরি ব্যবহারে ছাড়পত্র মার্কিন বিশেষজ্ঞদেরও, অপেক্ষায় ভারত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement