Advertisement
Advertisement
Joe Biden

‘আমেরিকাকে সেরাটা দিয়েছি’, বিদায় ভাষণে কেঁদে ফেললেন আবেগঘন বাইডেন

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেও এদিন কড়া সুরে আক্রমণ শানান বাইডেন।

Joe Biden gets teary-eyed during speech at Democratic Convention
Published by: Amit Kumar Das
  • Posted:August 20, 2024 1:18 pm
  • Updated:August 20, 2024 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর গোটা বিশ্বের। তবে সেই নির্বাচনে এবার নাম কাটা গিয়েছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের। সোমবার রাতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিদায়ী ভাষণে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেল বাইডেনকে। এক পর্যায়ে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট। জানালেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার কর্মজীবনে আমি আমেরিকাকে আমার সেরাটা দিয়েছি।’

শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় সোমবার রাত থেকে শুরু হয়েছে ডেমোক্রেটিক পার্টির ৪ দিনের জাতীয় সম্মেলন। সেখানেই সপরিবারে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়াটা আমার কাছে সম্মানের। দেশকে ভালোবেসে এতদিন এই দায়িত্ব আমি পালন করেছি। এবং জীবনের সেরাটা দিয়েছি আমেরিকাকে।’ একইসঙ্গে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাঁকে বাধ্য করা হয়েছিল বলে যে দাবি উঠেছিল তাকে এদিন পুরোপুরি খারিজ করেন প্রেসিডেন্ট। বলেন, ‘আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দেওয়ায় আমি ক্ষুব্ধ বলে যে দাবি করা হয়েছিল তা পুরোপুরি মিথ্যে।’ এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে জয়ী করতে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানান বাইডেন।

Advertisement

[আরও পড়ুন: RG Kar কাণ্ডের মাঝেই রাষ্ট্রপতির দরবারে বোস, ধনকড়ের সঙ্গেও সাক্ষাৎ]

বাইডেন মঞ্চে ওঠার সময় দর্শক আসনে উপস্থিত সকলে একসঙ্গে উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। এবং সমস্বরে বলতে থাকেন ‘ধন্যবাদ জো’। এই পরিস্থিতিতে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রেসিডেন্ট। কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে। এর পর নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, ”কঠিন সময় শেষ হয়েছে, এখন ভালো সময়। গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা আমেরিকার আত্মাকে রক্ষা করার জন্য লড়ছি।” এদিন বাইডেন মঞ্চে ওঠার আগে হঠাৎ সেখানে উপস্থিত হন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, ‘জো, আপনার ঐতিহাসিক নেতৃত্বের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ।’

[আরও পড়ুন: RG Kar কাণ্ডের জের, চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের]

শুধু তাই নয়, এদিন কড়া সুরে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তোপ দাগেন বাইডেন। তিনি বলেন, আমেরিকার রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই। ট্রাম্প একের পর এক মিথ্যাচারিতা চালিয়ে যাচ্ছে। আমেরিকা সবদিক থেকে অসফল এমনটা বিশ্বের কাছে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। যা পুরোপুরি মিথ্যা। একইসঙ্গে ট্রাম্পকে তোপ দেগে বলেন, ‘উনি দাবি করছেন আমরা হারছি। কিন্তু সত্যিটা হল উনি নিজে একজন ব্যর্থ নেতা।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement