Advertisement
Advertisement

Breaking News

G20 Summit

তাইওয়ান ঘিরে দ্বন্দ্বের মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠকে বাইডেন-জিনপিং, G20 সম্মেলনে আলোচনায় দুই রাষ্ট্রনেতা

জি-২০ সম্মেলনে উপস্থিত থাকবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Joe Biden and Xi Jinping will meet at sidelines of G20 Summit | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 11, 2022 9:20 am
  • Updated:November 11, 2022 9:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ (G20) সম্মেলনের সময়েই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। আগামী ১৪ নভেম্বর দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়েই এই বৈঠকে আলোচনা হবে। আন্তর্জাতিক পরিস্থিতিতে এই দুই দেশের সম্পর্ক কীভাবে প্রভাব ফেলে, বৈঠকে উঠে আসবে সেই বিষয়গুলিও। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে এই বৈঠকের কথা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, প্রতিবেশী তাইওয়ানে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট ছিল চিন। এহেন পরিস্থিতিতে বাইডেন ও জিনপিংয়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরিন জাঁ-পিয়ের বলেছেন, “চিন ও আমেরিকার মধ্যে যোগাযোগ গড়ে তোলা ও দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনায় বসবেন দুই রাষ্ট্রনেতা। দুই দেশের মধ্যে সংঘাত থাকলেও কীভাবে তাকে সুস্থ প্রতিযোগিতার মতো করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আলোচনা হবে। তাছাড়া এই দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে যে ব্যাপক প্রভাব পড়ে, দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে উঠে আসবে সেই প্রসঙ্গও। ” হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন বাইডেন ও জিনপিং। তবে এই বৈঠক নিয়ে চিনের তরফে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

[আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি: জামাই কল্যাণময়ের মাধ্যমে দুর্নীতির ৫০ কোটি টাকা পাচার পার্থর, দাবি ইডির]

কিছুদিন আগেই রেকর্ড গড়ে তৃতীয়বারের জন্য চিনা কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে সঙ্গে চিনের সেনার সর্বাধিনায়কের পদেও রয়েছেন তিনি। সাম্প্রতিককালে লালফৌজকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন জিনপিং। ২০২৭ সালের মধ্যে মার্কিন সেনার সমকক্ষ হয়ে উঠবে লালফৌজ, এমন লক্ষ্য নিয়েই এগোচ্ছেন চিনা প্রেসিডেন্ট। এহেন পদক্ষেপের পরে অনেকেই মনে করেছিলেন, তবে কি তাইওয়ানের সঙ্গে সরাসরি যুদ্ধের পথে হাঁটছে চিন? সেই জল্পনার মধ্যেই বৈঠকে বসতে চলেছেন বাইডেন ও জিনপিং। তাইওয়ান প্রসঙ্গ নিয়ে কী আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার মধ্যে, সেদিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

অন্যদিকে, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার তরফে জানানো হয়েছে, দেশের প্রতিনিধি হিসাবে এই সম্মেলনে যোগ দেবেন বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেনে হামলা চালানোর শাস্তি হিসাবে পুতিন ও রাশিয়াকে এই সম্মেলন থেকে বয়কট করা হোক, আয়োজক দেশ ইন্দোনেশিয়াকে এই দাবিতে বারবার চাপ দিয়েছে পশ্চিমি রাষ্ট্রগুলি। তবে সশরীরে না থাকলেও ভারচুয়ালি একটি বৈঠকে যোগ দেবেন পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য এই সম্মেলনে যোগ দেবেন। ২০২৩ সালের জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। 

[আরও পড়ুন: খুড়তুতো ভাইকে বিয়ে করতে মরিয়া, পরিবার রাজি না হওয়ায় ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা তরুণীর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement