Advertisement
Advertisement
Joe Biden

‘ওর জন্য সেরাটাই চাই’, ছেলের বিবাহবহির্ভূত সন্তানকে প্রকাশ্যে স্বীকৃতি বাইডেনের

২০১৮ সালে জন্ম হয় এই শিশুকন্যার।

Joe Biden accepts son Hunter's daughter as part of family | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 30, 2023 1:15 pm
  • Updated:July 30, 2023 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই প্রথম প্রকাশ্যে ছেলে হান্টার বাইডেনের চার বছরের সন্তানকে স্বীকৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। ২০১৮ সালে জন্ম হয়েছিল এই কন্যার। যার মা আরকানসাসের এক মহিলা, লুন্ডেন রবার্টস। তিনি সন্তানের ভরণপোষণের জন্য মামলা করেছিলেন। পিতৃত্বের পরীক্ষায় প্রমাণিত হয় হান্টারই ওই শিশুর পিতা। সম্প্রতি বিষয়টি নিয়ে হান্টারের সঙ্গে সমঝোতায় এসেছেন লুন্ডেন।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জানান, ‘আমাদের পুত্র হান্টার এবং নেভি-র মা লুন্ডেন মেয়ের স্বার্থে একটি বন্ধুত্বপূর্ণ বোঝাপড়া গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। যাতে যতটা সম্ভব তার গোপনীয়তা বজায় থাকে। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়, পারিবারিক বিষয়। জিল এবং আমি নেভি-সহ আমাদের সব নাতি-নাতনিদের জন্য সেরাটাই চাই।’ এর মাধ্যমেই বাইডেন এই প্রথম হান্টারের বিবাহবহির্ভূত সন্তানকে স্বীকৃতি দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন: এক ওভারে ৭ ছক্কা, ৪৮ রান! আফগান ব্যাটারের কীর্তিতে হতভম্ব ক্রিকেট বিশ্ব]

২০২১ সালে একটি বইতে কোকেন-সহ অন্য মাদক, মদে আসক্তির কথা জানান হান্টার। সে সময়েই লুন্ডেনের সঙ্গে তাঁর দেখা হয়। তাঁদের ঘনিষ্ঠতার তেমন কোনও স্মৃতি নেই। তবুও নিজের কৃতকর্মের দায় তিনি গ্রহণ করেছেন। এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি লুন্ডেনের আইনজীবী। উল্লেখ্য, নেভি-কে স্বীকৃতি না দেওয়ায় এর আগে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও নানা মহলের ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বাইডেন। বর্তমান স্ত্রী মেলিসা কোহেনের সঙ্গে এক পুত্র-সহ হান্টারের আরও চার সন্তান রয়েছে। 

[আরও পড়ুন: ‘শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছে না রাশিয়া’, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ইঙ্গিত পুতিনের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement