Advertisement
Advertisement
Amazon

আমাজনের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জেফ বেজস, কেন এমন সিদ্ধান্ত?

তাঁর চেয়ারে বসবেন আমাজন ওয়েব সার্ভিসের প্রধান অ্যান্ডি জ্যাসি।

Jeff Bezos to step down from the role of CEO of Amazon this year | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 3, 2021 8:51 am
  • Updated:February 3, 2021 12:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর হাত ধরেই স্টার্ট আপ হিসেবে শুরু করে বিশ্বের অন্যতম নামী কোম্পানি হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাজন। সেই জেফ বেজসই (Jeff Bezos) এবার সংস্থার সিইওর পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন। মঙ্গলবারই নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, চলতি বছরই সিইও পদে ইস্তফা দেবেন।

আমাজনের (Amazon) প্রতিষ্ঠাতা তিনি। কোম্পানি তাঁর কাছে সন্তানতুল্য। কিন্তু তা সত্ত্বেও এত বড় সিদ্ধান্তটি চূড়ান্তই করে ফেলেছেন জেফ। সিইও পদ তিনি ছাড়ছেন কেন? তবে কি অবসর নেওয়ার পরিকল্পনা? জেফ জানাচ্ছেন, আরও বৃহত্তর স্বার্থেই তিনি সরে দাঁড়াচ্ছেন। তাঁর কথায়, “লকডাউনে কোম্পানি দারুণ সাফল্য পেয়েছে। লাভের মুখও দেখেছে। আর এটাই আমার এনার্জি আরও বাড়িয়ে দিয়েছে। অবসর নেওয়ার কোনও ব্যাপার নেই। এই ধরনের প্রতিষ্ঠানের গুরুত্ব আমার কাজের ইচ্ছেকে আরও বাড়িয়ে দিয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: ‘বালোচদের মিসাইল দেওয়া হোক’, পাকিস্তানকে শায়েস্তা করতে নিদান দুবাইয়ের পুলিশকর্তার]

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বব্যাপী অতিমারীর জেরে গৃহবন্দি মানুষের কাছে অনলাইনই ছিল আদর্শ মাধ্যম। শপিং থেকে সিনেমা দেখা- সব সুবিধাই দিয়েছে ই-কর্মাস সাইটগুলি। যার অন্যতম আমাজন। ফলে লকডাউনে কোম্পানির লাভের পরিমাণ দ্বিগুণ হয়েছে। রেভিনিউ বেড়ে হয়েছে ৪৪ শতাংশ। আর এই ঊর্ধ্বমুখী গ্রাফকে আরও উপরের দিকে নিয়ে যেতেই একাধিক পরিকল্পনা রয়েছে জেফের। সেদিকে মনোনিবেশ করতেই সিইও পদটি ছাড়বেন তিনি। সেই চেয়ারে বসবেন আমাজন ওয়েব সার্ভিসের প্রধান অ্যান্ডি জ্যাসি। জেফ বলেন, “প্রায় জন্মলগ্ন থেকেই আমাজনের সঙ্গে যুক্ত অ্যান্ডি। কোম্পানির খুঁটিনাটি সবটাই ও জানে। ওর উপর আমার পূর্ণ আস্থা আছে। খুব ভাল নেতৃত্ব দেবে।”

১৯৯৪ সালে নিজের গ্যারাজে কোম্পানি শুরু করেছিলেন জেফ। ধীরে ধীরে বিশ্বের সঙ্গে পরিচিতি ঘটে। আর বর্তমানে অনলাইন শপিং, মিউজিক, স্ট্রিমিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স-সহ নানা পরিষেবার সঙ্গে যুক্ত এই মার্কিন সংস্থা। অতিমারী পরিস্থিতিতে কাজের অসুবিধা কিংবা পরিষেবায় গলদ নিয়ে বিতর্কে জড়ালেও সার্বিকভাবে লাভের মধ্যেই থেকেছে কোম্পানি। এবার জেফের জুতোয় পা গলিয়ে আমাজনকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব অ্যান্ডির কাঁধে।

[আরও পড়ুন: মায়ানমারে সেনা অভ্যুত্থান নিয়ে জরুরি বৈঠকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement