Advertisement
Advertisement

৯৬ বছরে স্নাতক হয়ে রেকর্ড গড়লেন ইনি

চলতি বছরই কয়োটো বিশ্ববিদ্যালয় থেকে সেরামিক আর্টে গ্র্যাজুয়েট হয়েছেন হিরাতা৷ কোর্স শেষ করতে সময় লেগেছে ১১ বছর৷ এই বয়সেও ধৈর্য ও অধ্যাবসায়ের আর্দশ উদাহরণ তৈরি করেছেন তিনি৷ শনিবার গিনেস বুকের সংশাপত্র তুলে দেওয়া হল তাঁর হাতে৷ বিশ্ব রেকর্ড গড়ে উচ্ছ্বসিত বৃদ্ধ ছাত্র৷

Japanese man, 96, becomes world's oldest college graduate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2016 5:14 pm
  • Updated:June 5, 2016 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৯৬৷ কিন্তু জীবনে শেখার তাগিদ এতটুকু কমেনি৷ প্রবল ইচ্ছাশক্তির জেরেই গিনেস বুকে নাম তুললেন জাপানি বৃদ্ধ৷ ৯৬ বছর বয়সে স্নাতক হলেন শিগেমি হিরাতা৷ সবচেয়ে বেশি বয়সে স্নাতক হওয়ার রেকর্ড গড়লেন তিনি৷

যাবৎ বাঁচি, তাবৎ শিখি- এ কথাকেই যেন অক্ষরে অক্ষরে সত্যি করে তুলেছেন ইনি৷ চলতি বছরই কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে সেরামিক আর্টে গ্র্যাজুয়েট হয়েছেন হিরাতা৷ কোর্স শেষ করতে সময় লেগেছে ১১ বছর৷ সবচেয়ে বয়স্ক ছাত্রটির ধৈর্য ও অধ্যাবসায় দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও পড়াশোনা চালিয়ে যেতে অনুমতি দিয়েছে৷ অবশেষে এসেছে সাফল্য৷ শনিবার তাঁর হাতে উঠেছে গিনেস বুকের সংশাপত্র৷

Advertisement

বিশ্ব রেকর্ড গড়ে উচ্ছ্বসিত ‘বৃদ্ধ ছাত্র’৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রীতিমতো নায়ক হয়ে উঠেছেন তিনি৷ বলছেন, “যেসব ছাত্ররা আমায় চেনে না, তারাও এসে আমার সঙ্গে কথা বলছে৷ শুভেচ্ছা জানাচ্ছে৷ এই ব্যাপারটা আমায় দারুণ উৎসাহ দিচ্ছে৷ এই বয়সে নতুন কিছু শিখতে পেরে বেশ ভাল লাগছে৷”
আর পাঁচজনের থেকে জীবনে একটু আলাদাভাবে বাঁচতে পছন্দ করেন, নতুন নতুন শখপূরণ করতে ভালবাসেন৷ সেখান থেকেই স্নাতক হওয়ার ভূত মাথায় চাপে তাঁর৷ আর ইচ্ছে থাকলে যে উপায়ও হয়, তা আর নতুন কী! তবে তাঁর রেকর্ড তৈরির খিদে এখনও মেটেনি৷ একটা সংশাপত্রে সন্তুষ্ট নন তিনি৷ ১৯১৯ সালে হিরোশিমায় জন্মানো হিরাতা ১০০ বছর পর্যন্ত বাঁচতে চান৷ সুস্থ থাকলে আরও লেখাপড়ার ইচ্ছে রয়েছে তাঁর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement