সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘গোল্ডেন বম্বার’। জাপানিস এই মিউজিক্যাল ব্যান্ড নয়া নজির গড়েছে গানের জগতে। গান নিয়ে নানা ধরনেরই এক্সপেরিমেন্ট করে থাকে বিশ্বের প্রায় সমস্ত ব্যান্ডই। কখনও স্টাইলে কখনও বা গানের ধারায় নয়া স্রোত এনেছেন অনেকেই। কিন্তু এদের সবাইকে পিছনে ফেলে দিয়েছে জাপানিস ব্যান্ড ‘গোল্ডেন বম্বার’। তাদের নতুন সিঙ্গলের প্রচারে এবার এক অনবদ্য পারফরম্যান্স করল এই ব্যান্ড। ‘এইট সেকেন্ড এনকাউন্টার’।
[এই রেস্তরাঁর ওয়েটার এক রোবট, জানেন কোথায়?]
জাপানের রাজধানী টোকিওর এক জনপ্রিয় শপিং মল সাক্ষী থাকল সেই বেনজির পারফরম্যান্সের। তাঁদের নতুন সিঙ্গলের জন্য প্রচারে এসেছিল এই ব্যান্ড। কিন্তু স্টেজে না এসে বসেছিল স্টেজের পাশে। তারপর হঠাৎই ঘড়ির কাঁটা স্থির করে উঠে পড়ে স্টেজে। আর মাত্র আট সেকেন্ডের মধ্যে সম্পন্ন করে তাঁদের গান। হ্যাঁ, মাত্র আট সেকেন্ডে শেষ হয়ে যায় পারফরম্যান্স। কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায় ফ্যানেরা। তারপর অবশ্য চিৎকারে ফেটে পড়ে সবাই। স্টেজে এসে সবাইকে ধন্যবাদ জানান ব্যান্ডের লিড সিঙ্গার। এরপর অবশ্য বারংবার অনুরোধে পুরো গানটা গেয়ে শোনায় এই ব্যান্ড।
[শুরু হয়ে গিয়েছে প্রাণিজগতের ষষ্ঠ ধ্বংসলীলা, সতর্ক করলেন বিজ্ঞানীরা]
তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকটা অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে এই ব্যান্ড। গোল্ডেন বম্বারের এক বৈশিষ্ট্য “Visual Key”। জাপানিস মিউজিক্যাল মুভমেন্টের অন্যতম অংশ এটি। সেক্ষেত্রে তাঁদের মেকআপ ও কস্টিউম মুখ্য আকর্ষনের বিষয়। এছাড়াও এই ব্যান্ডের আরেক স্পেশ্যালিটি “air guitar”। এটি একটি বিশেষ আর্ট ফ্রম যেখানে ব্যান্ডের সদস্যরা এক একটি বাদ্যযন্ত্র সেজে পারফর্ম করতে আসে। এবং লিড সিঙ্গার ছাড়া কেউই সেক্ষেত্রে কোন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন না, শুধু অভিনয় করে থাকেন। তাই আট সেকেন্ডের গান যে তাঁদের কাছে খুব একটা অদ্ভুত কিছু না তা বোঝাই যাচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.