Advertisement
Advertisement

Breaking News

Shinzo Abe

গলদ ছিল শিনজোর নিরাপত্তায়, স্বীকার করল জাপানের স্থানীয় পুলিশ

পূর্ব ঘোষণা মতোই রবিবার নির্বাচন হয়েছে জাপানে।

Japan police admits lack of security on Shinzo Abe killing | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:July 11, 2022 2:10 pm
  • Updated:July 11, 2022 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের (Shinzo Abe) নিরাপত্তায় ত্রুটি ছিল, স্বীকার করে নিল স্থানীয় পুলিশ। প্রকাশ্য জনসভায় বন্দুকধারী আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন শিনজো। তারপর হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। সেই শোকের আবহেই রবিবার জাপান সংসদের উচ্চকক্ষের নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-সহ অন্যান্য হাই প্রোফাইল নেতাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভোটের জন্য আলাদা করে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।

নারা শহরের পুলিশ প্রধান টোমাওকি ওনিজুকা স্বীকার করেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। রবিবার তিনি জানিয়েছেন, “একথা মেনে নিতেই হবে যে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল।” হিংসার জবাব দিতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যার (Shinzo Abe Killing) পরও নির্ধারিত সূচি মেনেই ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আবের হত্যাকাণ্ডের পর শুক্রবার নির্বাচনী প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু তার পরদিনই, শনিবার ফের নির্বাচনী প্রক্রিয়া ও প্রচার শুরু করা হয়েছিল। শিনজো আবের মৃত্যুর পরে দেশজুড়ে শোকের আবহ। তবুও অধিকাংশ মানুষই ভোট দিতে এসেছিলেন। নির্বাচন (Japan Election) ঘিরে কোনওরকম হিংসার খবর পাওয়া যায়নি।

Advertisement

[আরও পড়ুন: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনে লুকনো লক্ষ লক্ষ টাকা! বিক্ষোভকারীদের নোট গোনার ভিডিও ভাইরাল]

শিনজো আবের মৃত্যুতে লাভবান হবে তাঁর দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), এমনটাই মত বিশেষজ্ঞদের। এমনিতেই সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এলডিপির। ভোটের আগে সমীক্ষাগুলিতেও একই ফলের কথা বলা হয়েছিল। কিন্তু আবের মৃত্যুর পরে এলডিপির প্রতি দেশবাসীর সহানুভূতি আরও বেড়ে যাবে। ফলে আবের দল এলডিপির ঝুলিতেই অধিকাংশ ভোট আসবে। তাই নিজেদের অবস্থান আরও পোক্ত করবে ক্ষমতাসীন দল এলডিপি এবং তাদের জোটসঙ্গী কোমেইতো। প্রসঙ্গত, জাপানের সব রাজনৈতিক দলই আবের উপর হামলার তীব্র নিন্দা করেছে। এই হত্যাকাণ্ডকে ‘গণতন্ত্রের উপর হামলা’ বলে অভিহিত করেছেন জাপানের রাজনৈতিক মহল।

জাপানি সংবিধান অনুযায়ী, সংসদের উচ্চকক্ষের আসনগুলির গুরুত্ব নিম্নকক্ষের আসনগুলির তুলনায় অনেকটা কম। তবে, এই নির্বাচনকে গণভোট হিসেবে ধরা হয়। অর্থাৎ, এই ভোটের ফল বলে দেয়, নির্বাচিত সরকারের প্রতি দেশের জনগণের আস্থা বজায় আছে কি নেই। শিনজো আবের মরদেহ এখনও শায়িত রয়েছে।সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। 

[আরও পড়ুন: ৪ মাসের জেল, ২ হাজার টাকা জরিমানা! বিজয় মালিয়াকে সাজা শোনাল সুপ্রিম কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement