Advertisement
Advertisement

Breaking News

‘ভার্জিন’ সমস্যায় জেরবার জাপান!

পরমাণু বোমা নয়, জাপানের চিন্তা এখন নাগরিকদের বিয়েতে অনীহা৷

Japan has a worrying number of virgins
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 7:40 pm
  • Updated:September 18, 2016 7:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সা-রে-গা-মা-পা-ধা-নি, বোম ফেলেছে জাপানি – সে দিন আর নেই৷ এখন নিরীহ জীবনযাপনেই বিশ্বাসী জাপানবাসী৷ আর এতেই বিপদে পড়েছে হিরোসিমা-নাগাসাকির দেশ৷ সাম্প্রতিক কালের এক সমীক্ষায় চিন্তার ভাঁজ পড়েছে জাপানের কর্তাব্যক্তিদের মাথায়৷

জাপান টাইমস নামে সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, সে দেশের ১৮ থেকে ৩৪ বছর বয়সী জনসংখ্যার মধ্যে প্রায় ৭০ শতাংশ পুরুষ এবং ৬০ শতাংশ মহিলাই অবিবাহিত৷ এমনকী এঁরা সবাই ‘সিঙ্গল স্ট্যাটাস’ বহন করেন৷ আর সবচেয়ে বড় চিন্তার কারণ, এঁদের মধ্যে প্রায় ৪২ শতাংশ পুরুষ এবং ৪৪.২ শতাংশ মহিলা স্বীকার করেছেন যে তাঁরা সবাই ‘ভার্জিন’৷

Advertisement

প্রধানমন্ত্রী শিনজো আবে আবশ্য দাবি করেছেন, ২০২৫ সালের মধ্যে দেশের প্রজননের হার ১.৪ শতাংশ থেকে ১.৮ শতাংশ পর্যন্ত নিয়ে যাবেন৷ উদ্যোগ হিসেবে বিবাহিতদের জন্য চাইল্ড কেয়ার সার্ভিস ও ট্যাক্স ইনসেন্টিভেরও ঘোষণা করেছে জাপান সরকার৷ কিন্তু সমীক্ষা বলছে তাতে কোনও লাভ হয়নি৷

তাই প্রায় ১২৫ কোটির ভারতবর্ষ যেমন জনসংখ্যা নিয়ে সমস্যায় ভুগছে, তেমনি প্রায় ১২ কোটি জনসংখ্যা নিয়ে বিপাকে জাপানও৷ তফাৎ শুধু বৃদ্ধি-হ্রাসের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement