Advertisement
Advertisement

শহর ছেড়ে গ্রামে গেলেই মিলবে লক্ষ লক্ষ টাকা! নাগরিকদের জন্য নয়া ঘোষণা জাপান সরকারের

শহর ছাড়লে পরিবারের প্রতি সন্তান পিছু আর্থিক সাহায্য করবে জাপান সরকার।

Japan Govt. announces huge amount for people to leave Tokyo | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:January 4, 2023 11:33 am
  • Updated:January 4, 2023 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নত জীবনের আশায় গ্রাম ছেড়ে শহরে চলে আসছেন সাধারণ মানুষ। ফলে বয়স্ক মানুষের আধিক্যে ‘বুড়ো’ হয়ে যাচ্ছে গ্রামগুলি। এই সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ নিতে চলেছে জাপানের (Japan) সরকার। দেশের বড় শহরগুলি ছেড়ে গ্রামাঞ্চলে গিয়ে থাকলে বিপুল আর্থিক সাহায্য দেওয়া হবে সরকারের তরফ থেকে। ইতিমধ্যেই একাধিক শহরের কর্পোরেশনকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রত্যেক সন্তানের জন্য দশ লক্ষ ইয়েনের বিনিময়ে শহর ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে কর্মক্ষম দম্পতিদের। ভারতীয় মুদ্রায় ছয় লক্ষেরও বেশি অর্থের প্রস্তাব দেওয়া হচ্ছে।

কোভিড অতিমারীর ধাক্কায় জাপানের জনসংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। মূলত উপার্জনের আশায় টোকিও, ওসাকার মতো বড় শহরে এসে বসবাস শুরু করেছেন সাধারণ মানুষ। অন্যদিকে, গ্রামে পড়ে রয়েছেন বয়স্করা। দেশের উন্নতিতে যথাযথ অবদান রাখতে পারছে না গ্রামগুলি। ভেঙে পড়ছে গ্রামীণ সমাজ ব্যবস্থাও। সবদিক বিবেচনা করেই জাপান সরকারের সিদ্ধান্ত, মানুষকে গ্রামে থাকার জন্য উৎসাহিত করতে হবে। তাই আর্থিক সাহায্যের পাশাপাশি একাধিক সুযোগসুবিধার ব্যবস্থাও করবে জাপান।

Advertisement

[আরও পড়ুন: ১৮ বছর পর্যন্ত অঙ্ক বাধ্যতামূলক, ব্রিটেনের পড়ুয়াদের জন্য নয়া নিদান ঋষি সুনাকের]

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই প্রকল্পে শামিল হয়েছে দেশের ১৩০০টি পুরসভা। টোকিওর ২৩টি অঞ্চলে জনঘনত্ব খুবই বেশি, সেখান থেকেই এই প্রকল্পের কাজ শুরু হবে। গ্রামীণ পরিবেশে জীবনযাপন করার কী কী সুবিধা রয়েছে, সেই বিষয়গুলি নানা ভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। কর্মরত দম্পতির সন্তানদের দেখাশোনা করার জন্য চাইল্ডকেয়ার সিস্টেম তৈরি হয়েছে। এমনকি গ্রামেই ‘বিবাহযোগ্য সুপাত্র’ পাওয়া যাবে বলেও প্রচার করছে জাপান সরকার। প্রশাসনের অনুমান, আগামী চার বছরের মধ্যে অন্তত দশ হাজার নাগরিক টোকিও ছেড়ে চলে যাবেন।

তবে এই প্রকল্পের জন্য একাধিক শর্তও আরোপ করেছে জাপানের সরকার। সাময়িকভাবে গ্রামে থাকলে আর্থিক সাহায্য নেওয়া যাবে না। নিয়ম অনুযায়ী, গ্রামে গিয়ে কমপক্ষে পাঁচ বছর বসবাস করতেই হবে। গ্রামের মাটিতে নতুন ব্যবসা শুরু করতে হবে পরিবারের একজন সদস্যকে। ব্যবসা না হলেও যেকোনোও কাজে যোগ দিতে হবে পরিবারের সদস্যদের। সম্ভব হলে গ্রামে থেকেও শহরের পুরোন চাকরি বজায় রাখা যাবে। পাঁচ বছরের আগে যদি গ্রাম থেকে শহরে ফিরে আসে কোনও পরিবার, তাহলে আর্থিক সাহায্যের পুরো টাকা ফিরিয়ে দিতে হবে সরকারকে। তবে জাপান প্রশাসনের অনুমান, এই প্রকল্পে যথেষ্ট সাড়া দেবে সাধারণ মানুষ। 

[আরও পড়ুন: ইউক্রেনের মিসাইল হানায় মৃত অন্তত ৮৯ রুশ সেনা, বিপর্যয়ের নেপথ্যে মোবাইল ফোন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement