Advertisement
Advertisement
জম্মু-কাশ্মীর

‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ’, স্বীকারোক্তি পাকিস্তানের সরকারি আইনজীবীর

কুলভূষণ ইস্যুতে আন্তর্জাতিক ন্যায় আদালতে পাকিস্তানের হয়ে মামলা লড়েছিলেন এই আইনজীবী৷

'Jammu and Kashmir inalienable part of India', Pak lawer admited
Published by: Tanujit Das
  • Posted:September 3, 2019 8:23 pm
  • Updated:September 3, 2019 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দেশের এক শীর্ষ সরকারি আইনজীবীর দ্বারাই, আন্তর্জাতিক মহলে চরম অপমানিত হল পাকিস্তান৷ কুলভূষণ ইস্যুতে আন্তর্জাতিক ন্যায় আদালতে পাকিস্তানের হয়ে মামলা লড়েছিলেন যে আইনজীবী, এবার তিনিই স্বীকার করলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ জম্মু-কাশ্মীর ইস্যুতে লাহোরের একটি সংবাদমাধ্যমে আলোচনার সময় এই অকপট স্বীকারোক্তি করলেন খাওয়ার কুরেশি৷

[ আরও পড়ুন: লাফালাফিই সার! ঠেলায় পড়ে ভারত থেকে ওষুধ কেনা শুরু করল পাকিস্তান ]

Advertisement

আলোচনার মাঝে তিনি বলেন, ‘‘সম্ভবত আন্তর্জাতিক মহল জানেই না যে ওটা(জম্মু-কাশ্মীর) পাকিস্তানের অংশ৷ তাই এখান থেকে আমরা পরিস্থিতি যতটা স্পষ্ট দেখতে পারি, বিশ্ব ততটা দেখতে পায় না৷ তাই ভারত-পাকিস্তানের বিষয়ে কেউ কথা বললেও, তা কাশ্মীরের প্রেক্ষিতে বলছে না৷ তারা জম্মু-কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবেই ভাবছে৷’’ এখানেই শেষ নয়, কাশ্মীরে নয়াদিল্লি গণহত্যা চালাচ্ছে বলে ইমরান সরকার যে দাবি করছে, তাতেও জল ঢেলে দেন এই পাক আইনজীবী৷ বলেন, ‘‘অকাট্য প্রমাণ ছাড়া, আন্তর্জাতিক ন্যায় আদালতে পাকিস্তান সরকারের পক্ষে এই দাবি প্রমাণ করা অসম্ভব৷’’

[ আরও পড়ুন: পর্নস্টার জনি সিনস কাশ্মীরের বাসিন্দা! প্রাক্তন পাক রাষ্ট্রদূতের টুইটে বিতর্ক ]

উল্লেখ্য, ভারত সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলুপ্তি ঘটানোর পর থেকেই ক্ষুব্ধ পাকিস্তান৷ এই ইস্যুতে আমেরিকা, চিন, ফ্রান্স, ইংল্যান্ড-সহ রাষ্ট্রসংঘেরও দ্বারস্থ হয় ইসলামাবাদ৷ ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শক্তিধর রাষ্ট্রগুলিকে রুখে দাঁডানোর আরজি জানান তারা৷ তবে ইমরান সরকারের কোনও আরজি কাজে আসেনি৷ কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে স্বীকার করে নেয় আন্তর্জাতিক মহলও৷ প্রথমে মধ্যস্থতার বার্তা দিলেও, এই বিষয়ে নাক গলাবেন না বলে জানিয়েদেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প৷ একই কথা জানায় রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সও৷  এবার যা মেনে নিলেন ইমরান সরকারের দুঁদে আইনজীবী খাওয়ার কুরেশিও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement