ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুঙ্গে ভারত-কানাডা কূটনৈতিক সংঘাত। প্রমাণ ছাড়াই খলিস্তানি নেতা খুনে ভারতের বিরুদ্ধে তোপ দাগছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তা মোটেও ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। তাই আন্তর্জাতিক মঞ্চে বারবার কানাডার জমিতে চলা ভারত বিরোধী চক্রান্তের কথা তুলে ধরছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
শুক্রবার ওয়াশিংটন ডিসির হাডসন ইন্সটিটিউটে একটি আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়শংকর। সেখানে অত্যন্ত চাঁছাছোলা ভাষায় কানাডাকে একহাত নিয়ে তিনি বলেন, “কানাডায় ভারতবিরোধী শক্তি সক্রিয়। দেশটি সংঘটিত অপরাধ, বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ, হিংসার আখড়া হয়ে উঠেছে।” কানাডায় পরিস্থিতি কতটা ভয়াবহ তা তুলে ধরে তিনি আরও বলেন, “সে দেশে প্রকাশ্যে ধমকানো হচ্ছে ভারতীয় কূটনীতিবিদদের। আজ দূতাবাসে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছেন আমাদের কূটনীতিকরা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আমরা কানাডায় ভিসা পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছি।”
#WATCH | Washington, DC: On India- Canada row, EAM Dr S Jaishankar says, “…For us, it has certainly been a country where, organized crime from India, mixed with trafficking in people, mixed with cessationism, violence, terrorism. It’s a very toxic combination of issues and… pic.twitter.com/5yFIVLB2i3
— ANI (@ANI) September 29, 2023
উল্লেখ্য, ১৮ জুন, ২০২৩ কানাডায় গুলি করে খুন করা হয় কুখ্যাত খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে (Hardeep Singh Nijjar)। সুরেতে একটি গুরুদ্বারের সামনে খলিস্তান টাইগার ফোর্সের প্রধানের উপর গুলিবৃষ্টি করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। কে বা কারা নিজ্জর হত্যায় যুক্ত তা এখনও জানা যায়নি। তবে কানাডা সরকারের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে ভারতের হাত রয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে নিজ্জরকে খতম করেছে ভারতের গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (Research and Analysis Wing)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.