Advertisement
Advertisement
Pakistan

বহাল তবিয়তে পাকিস্তানের বিয়েবাড়িতে ‘মৃত’ জইশ নেতা মাসুদ আজহার!

মাসুদ আজহারকে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল ১০ বছর আগে।

Jaish chief Masood Azhar active, attended wedding in Pakistan
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 18, 2024 11:15 am
  • Updated:July 18, 2024 11:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ছত্রছায়ায় দিব্যি আছে সন্ত্রাসবাদীরা। তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে থাকা মাসুদ আজহার প্রকাশ্যে ফিরে আসার কথা আগেই ঘোষণা করেছিল। এবার পুলওয়ামা হামলার মূল চক্রী এই সন্ত্রাসবাদী নেতাকে নাকি দেখা গিয়েছে একটি বিয়ের অনুষ্ঠানে! ২৭ জুন ভাহাওয়ালপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়। এর পর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান একটি বক্তৃতাও দেয়। আর সেই বক্তব্যের ভিডিও ভাইরালও হয়েছে।  

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ওই অনুষ্ঠানে বিয়ের গুরুত্ব বলতে গিয়ে ফিদায়েঁদের জীবনের কথা তুলে ধরে জইশ প্রধান মাসুদ। যারা ফিদায়েঁ হতে চায় তাদের জন্য বিয়ের গুরুত্ব তুলে ধরে আজহারকে বলতে শোনা যায়, “নিকাহ এত সহজ ছিল। একদিকে যুদ্ধ হত, অন্যদিকে নিকাহ হত। পুরুষরা করত। গোসল থেকে সরাসরি যুদ্ধে যাও এবং শাহাদাত লাভ কর। আর এখন আমাকে আমার সংগঠনের তরুণরা লেখে যে তারা ফিদায়েঁ হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু পরিবারের সদস্যরা বিয়ের জন্য অনুরোধ করে চলেছে। তাদের কী করা উচিত? যদি পুরনো সময় থাকত, আমি তাদের বিয়ে করতে এবং এক বা দু দিন পরে ফিদায়েঁর কাজ করতে বলতে পারতাম। কিন্তু আজকের যুগে তা সম্ভব নয়। দুটোই একসঙ্গে করি না। আমরা পুরনো পথ ত্যাগ করে নিজেদেরকে এই আশীর্বাদ থেকে বঞ্চিত করেছি।” ওই অনুষ্ঠানে মাসুদ আজহার আরও বলে, “কাশ্মীর এবং প্যালেস্টাইনে জেহাদে যারা জীবন উৎসর্গ করেছে তাদের প্রতি শ্রদ্ধা রইল।”

Advertisement

[আরও পড়ুন: চিনের শপিং মলে বিধ্বংসী আগুন! মৃত অন্তত ১৬]

পেশোয়ার সেফ হাউসে বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়ার পর থেকে কোনও জনসমাবেশে দেখা যায়নি আজহারকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় বেশ কয়েকবার জইশ প্রধান মাসুদ আজহারের মৃত্যু নিয়ে জল্পনা হয়েছে। কখনও আবার শোনা গিয়েছে তিনি শয্যাশায়ী। এর মধ্যেই খবর, তিনি পাকিস্তানে অবাধে চলাফেরা করছেন। এমনকী, বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এর আগে মাসুদ আজহারকে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল ১০ বছর আগে। দুবছর আগেই পাকিস্তানি আধিকারিকরা দাবি করেছিল যে মাসুদ আজহার আফগানিস্তানে ছিল এবং সেখানে নাকি তালিবানিদের সুরক্ষায় বসবাস করছে।

জানা গিয়েছে, গত ২৭ জুন পাকিস্তানের ভাহাওয়ালপুরে রাত ৮.০৭ মিনিটে ওই ভিডিও রেকর্ড করা হয়েছিল। পরে ২৯ জুন সকালে আবার একই অঞ্চল থেকে ইন্টারনেটে আপলোড করা হয়। ক্লিপটিতে আজহারের ভয়েস নমুনা যাচাই করার জন্য অত্যাধুনিক টেকনিক্যাল যন্ত্রের ব্যবহার করা হয়েছে বলে সংবাদ মাধ্যমের খবর। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি থেকে জম্মু-কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী হামলার পিছনে জইশ-ই-মহম্মদের হাত রয়েছে বলে জানা গিয়েছে। আর মৃত্যু হয়েছে সামরিক অসামরিক বাহিনীর ২২ জনের। এর পর সেই বিভিন্ন হামলার দায় স্বীকার করেছে জইশের সহযোগী নানা সংগঠন।

উল্লেখ্য, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার ভারতের ওয়ান্টেড তালিকার শীর্ষে। আইএসআইয়ের অঙ্গুলিহেলনে বারবার ভারতকে রক্তাক্ত করেছে জইশ। ২০১৯ সালে পুলওয়ামা হামলার অন্যতম চক্রী মাসুদ আজহার। শুধু তাই নয়, ২০০১ সালের সংসদ ভবনে হামলা তথা ২০০৫ সালে অযোধ্যায় বিস্ফোরণ-সহ একাধিক নাশকতায় হাত রয়েছে আজহারের। চলতি বছরের জানুয়ারি মাসেই শোনা গিয়েছিল বিস্ফোরণে নিহত হয়েছে মাসুদ। ভাইরাল হওয়া ভিডিওতে একটি গাড়ি বিস্ফোরণে তছনছ হতে দেখা যায়। নেটিজেনদের দাবি ছিল, ওই গাড়িতে ছিল মাসুদ আজহার। ভাওয়ালপুরের একটি মসজিদ থেকে ফিরছিল জইশ প্রধান। তখনই ঘটে যায় বিস্ফোরণ। এবার তাকে দেখা গেল বিয়েবাড়িতে ঘুরতে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement