Advertisement
Advertisement

আদানির পর জ্যাক ডরসি, হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে বিপুল সম্পত্তি খোয়ালেন শিল্পপতি

এক ধাক্কায় পড়ে গিয়েছে ডরসির সংস্থার ২২ শতাংশ শেয়ার।

Jack Dorsey loses huge wealth after Hindenburg report on Blank Incorporation | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 24, 2023 2:40 pm
  • Updated:March 24, 2023 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানির পর জ্যাক ডরসি (Jack Dorsey)। হিন্ডেনবার্গ (Hindenburg) রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে হুহু করে সম্পদের পরিমাণ কমতে শুরু করল আরেক শিল্পপতির। জানা গিয়েছে, ব্লক ইনকর্পোরেশন সংস্থার প্রতিষ্ঠাতা জ্যাক ৫০ কোটি ডলারের সম্পত্তি খুইয়েছেন। কয়েকদিন আগেই সংস্থার বিরুদ্ধে গবেষণার রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ। তারপরেই সংস্থার ২২ শতাংশ শেয়ার পড়ে যায়।

হিন্ডেনবার্গ রিপোর্টে দাবি করা হয়েছে, ব্লক ইনকর্পোরেশন (Block Incorporation) বেআইনিভাবে গ্রাহকের সংখ্যা বাড়িয়েছে। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট খুলে সংস্থার গ্রাহক সংখ্যা বাড়ানো হয়েছিল। সমস্ত বিষয়টির সঙ্গে জড়িত ছিলেন ব্লক ইনকর্পোরেশন সংস্থার শীর্ষ আধিকারিকরা। তাঁদের নির্দেশেই সমস্ত বিষয়টি পরিচালিত হত বলেই উঠে এসেছে হিন্ডেনবার্গের রিপোর্টে।

Advertisement

[আরও পড়ুন: ৩১ মার্চের মধ্যে করতেই হবে এই কাজগুলি, নইলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা]

গ্রাহকদের সংখ্যা বাড়িয়ে বিনিয়োগকারীদেরও প্রতারণা করেছেন জ্যাক ডরসি, এমনটাই দাবি হিন্ডেনবার্গের। নিজেদের সংস্থাকে জনপ্রিয় হিসাবে তুলে ধরে আরও বেশি বিনিয়োগ টেনে আনতেন। সেই জন্যই ব্লক ইনকর্পোরেশনের শেয়ারের পরিমাণ খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে বেড়ে যায়। কোম্পানির শেয়ার বিক্রি করেও প্রচুর মুনাফা করেন জ্যাক ডরিস।

হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই ২২ শতাংশ পড়ে যায় ডরসির কোম্পানির শেয়ার। ব্যক্তিগত ভাবেও জ্যাকের সম্পত্তি ১১ শতাংশ কমেছে বলেই দাবি করেছে ব্লুমবার্গের ইন্ডেক্স। এই ঘটনায় অনেকেই আদানির ছায়া খুঁজে পাবেন বলে মত ওয়াকিবহাল মহলের। 

[আরও পড়ুন: দু’বছরের কারাদণ্ডের জের, খারিজ হয়ে গেল রাহুল গান্ধীর সাংসদ পদ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement