ছবি: সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুরুষ’ বক্সারের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে হয়েছে মহিলাদের। এই বিতর্কে উত্তাল চলতি অলিম্পিক। লিঙ্গ টেস্টে ফেল করা ইমানে খেলিফের (Imane Khelif) বিরুদ্ধে মাত্র ৪৫ সেকেন্ড লড়ে ম্যাচ ছেড়ে দেন অ্যাঞ্জেলা কারিনি (Angela Carini)। তার পরেই নিজের দেশের বক্সারের পাশে দাঁড়িয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বক্সারের সঙ্গে দেখাও করেছেন তিনি।
২০২৩-র বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার মেডেলের ম্যাচের আগে বহিষ্কার করা হয় আলজেরিয়ার খেলিফেকে। XY ক্রোমোজোমের অ্যাথলিটরা মহিলাদের প্রতিযোগিতায় নামতে পারবেন না, এই যুক্তিতে তাঁকে বাদ দেওয়া হয়। কিন্তু প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) আয়োজনে রয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তারা খেলিফকে ছাড়পত্র দিয়েছিল। তবে এই পদক্ষেপ ঘিরে প্রথম থেকেই বিতর্ক ছিল। ম্যাচ চলাকালীন ইটালির বক্সারের রিং ছেড়ে বেরিয়ে যাওয়ায় আরও বেড়েছে বিতর্ক।
প্রথম থেকেই এই পরিস্থিতির দিকে নজর রেখেছেন মেলোনি। রিং ছেড়ে অ্যাঞ্জেলা বেরিয়ে আসার পরেই তাঁর সমর্থনে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ইটালির প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি মনে করি যাদের জিনে পুরুষের বৈশিষ্ট্য রয়েছে, তাঁদের মহিলাদের প্রতিযোগিতায় নামতে দেওয়া উচিত নয়।” যদিও গোটা ঘটনায় আলজেরিয়ার বক্সারের পাশেই রয়েছে অলিম্পিক কমিটি।
এহেন পরিস্থিতিতে অ্যাঞ্জেলার সঙ্গে দেখা করেন মেলোনি। অলিম্পিয়ান বক্সারের সঙ্গে সাক্ষাৎকে ‘মা-মেয়ের দেখা’ বলে অভিহিত করেছেন ইটালির প্রধানমন্ত্রী। বক্সারের সঙ্গে দেখা করার ছবি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। সঙ্গে লিখেছেন, “আমি জানি তুমি কিছুতেই হাল ছাড়বে না অ্যাঞ্জেলা। তোমার যা প্রাপ্য, সেটা তুমি একদিন ঠিকই পাবে। এমন একটা প্রতিযোগিতায়, যেখানে সাম্য রয়েছে।” উল্লেখ্য, বিতর্কের মধ্যেও অলিম্পিকে পরের ম্যাচে নামতে চলেছেন ইমানে খেলিফে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.