Advertisement
Advertisement

Breaking News

Giorgia Meloni

সহকর্মীদের প্রতি যৌনগন্ধী মন্তব্য সঙ্গীর! সম্পর্কে ইতি টানলেন ইটালির প্রধানমন্ত্রী

এর আগেও এক গণধর্ষণের ঘটনায় বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।

Italy PM Giorgia Meloni splits from her partner। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 20, 2023 4:29 pm
  • Updated:October 20, 2023 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আগস্টেই বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার ফের যৌনগন্ধী মন্তব্যের অভিযোগে জেরবার হলেন ইটালির (Italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) পুরুষ সঙ্গী আন্দ্রে গিয়ামব্রুনো। আর তার পরই তাঁর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন জর্জিয়া।

ঠিক কী বলেছিলেন টিভি সাংবাদিক আন্দ্রে? তাঁর বিরুদ্ধে অভিযোগ মহিলা সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় কুরুচিকর ভাষা ব্যবহারের। তিনি নাকি অফিসের এক মহিলাকে বলেন, ”কেন তোমার সঙ্গে আমার আগে দেখা হল না?” এখানেই শেষ নয়। এর পাশাপাশি তাঁকে মহিলা সহকর্মীদের গ্রুপ সেক্সের প্রস্তাব দিতে দেখা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতের বিরুদ্ধে কানাডার অভিযোগ সত্যি’, ট্রুডোর পাশে দাঁড়িয়ে মত অস্ট্রেলিয়ার]

মেলোনিকে এই প্রসঙ্গে এক্স হ্যান্ডলে লিখতে দেখা গিয়েছে ‘আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে আমার প্রায় দশ বছরের সম্পর্ক এখানেই শেষ হল। আমাদের পথ কিছু দিন ধরেই আলাদা হয়ে গিয়েছে। এখন এই বিষয়টি স্বীকার করার সময় এসেছে। যদিও আমরা একসঙ্গে সুন্দর কয়েকটা বছর কাটিয়েছি। এর বেশি কিছু বলতে চাই না।’

প্রসঙ্গত, গত আগস্টে আন্দ্রেকে বলতে শোনা গিয়েছিল, ”আপনারা যদি নাচতে যান তাহলে আপনারা মদ খাবেনই… কিন্তু আপনাদের উচিত হবে বেশি মদ না খাওয়া। এবং চৈতন্য না হারানো। বলতে গেলে, আপনাদের উচিত ঝামেলা থেকে দূরে থাকা। তাহলেই কিন্তু নেকড়েগুলোর মুখোমুখি হতে হবে!” এমন মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে। এবার ফের তাঁর মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক ঘনাতেই সম্পর্কে ইতি টানার কথা জানালেন মেলোনিয়া।

[আরও পড়ুন: চিনের সঙ্গে আরও গভীর বন্ধন চায় তালিবান! উদ্বেগ বাড়ছে ভারতের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement