Advertisement
Advertisement
Italy

ইংরাজি ব্যবহার করলেই ১ লক্ষ ইউরো জরিমানা! নয়া বিল পেশ ইটালিতে

বিদেশি সংস্থাগুলিকেও বাধ্যতামূলকভাবে ইটালিয়ান ভাষা ব্যবহার করতে হবে।

Italy govt proposes bill against usage of English in public and private sector | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 4, 2023 4:37 pm
  • Updated:April 4, 2023 4:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরাজি ব্যবহার করলেই জরিমানা গুণতে হবে-এমনই আইন আনার প্রস্তাব দিল ইটালির (Italy) সরকার। সরকারি কাজে বিদেশি ভাষার ব্যবহার বন্ধ করতে উদ্যোগী হয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) দল। সেই জন্যই দেশের পার্লামেন্টে প্রস্তাব পেশ করা হয়েছে। ইংরাজি ভাষার ব্যবহারে সংকটে পড়ছে ইটালির ভাষা ও সংস্কৃতি, এমনটাই মত মেলোনির দল ব্রাদার্স অফ ইটালির। ইংরাজি ভাষা ব্যবহার করলে ১ লক্ষ ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ গুণতে হতে পারে বলেই খসড়ায় লেখা হয়েছে।

কয়েকদিন আগেই সংসদে খসড়া প্রস্তাব পেশ করে প্রধানমন্ত্রীর দল। সেখানে বলা হয়, “সরকারি বা বেসরকারি ক্ষেত্রে বিদেশি ভাষা, বিশেষত ইংরাজি ব্যবহার করলেই জরিমানা গুণতে হবে। সমস্ত ক্ষেত্রে ইটালিয়ান ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক। তা না হলে সর্বোচ্চ ১ লক্ষ ইউরো জরিমানা দিতে হবে।” প্রস্তাবে আরও বলা হয়, “ইংরাজি ভাষার অত্যধিক ব্যবহার আসলে অ্যাংলোম্যানিয়ার সমান। দীর্ঘদিন ইংরাজি ব্যবহারের প্রভাব পড়ে গোটা সমাজেই।”

Advertisement

[আরও পড়ুন: পায়ের শিরা-ধমনি প্রতিস্থাপন করে ক‌্যানসারের চিকিৎসা, নজির গড়ল এসএসকেএম]

ইটালিতে বহু বিদেশি সংস্থার অফিস রয়েছে। জানা গিয়েছে, তাদেরও বাধ্যতামূলক ভাবে ইটালিয়ান ভাষা ব্যবহার করতে হবে। সম্ভব হলে সেই সংস্থা নামগুলিও ইটালিয়ান ভাষায় অনুবাদ করে নিতে হবে। প্রসঙ্গত, ইটালির প্রধানমন্ত্রী মেলোনি নিজেই ভাষণ দিতে গিয়ে প্রচুর ইংরাজি শব্দ ব্যবহার করেন। কিন্তু দেশবাসীকে ইংরাজি ব্যবহার থেকে দূরে রাখতে চান তিনি।

আপাতত সংসদে পেশ হয়েছে এই বিল। দুই কক্ষে পাশ হলে তবেই এই আইন কার্যকর হবে সারা দেশে। প্রধানমন্ত্রীর মতে, “ইংরাজি ভাষা আসলে স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। তাই সরকারি-বেসরকারি নির্বিশেষে সমস্ত সংস্থাকেই দান্তের ভাষা, অর্থাৎ ইটালিয়ান ব্যবহার করতে হবে।

[আরও পড়ুন: রিষড়া থেকে ফিরেই SSKM-এ রাজ্যপাল, জখমকে আর্থিক সাহায্য সি ভি আনন্দ বোসের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement