সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের বাইশ গজে থাবা বসাল আইএস৷ তবে মাঠে জঙ্গি হামলা নয়৷ ক্রিকেট দলেই লুকিয়ে ছিল এক জঙ্গি! এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এল ইতালি পুলিশের৷ অভিযুক্ত ক্রিকেটার আফতাব ফারুককে শুধু দল থেকেই নয়, ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে৷ তাকে ইসলামাবাদের বিমানে তুলে দেওয়া হয়৷
ইতালির অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আসলে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সমর্থক৷ স্থানীয় একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, মিলানের মদের দোকান, দক্ষিণ ইতালির বারগামো বিমানবন্দরের মতো জনবহুল এলাকায় হামলার ছক কষছিল আফতাব৷ আইএস-এর নাম করে ইতালিতে সন্ত্রাসের আতঙ্ক ছড়ানোই ছিল মূল লক্ষ্য তার৷
মঙ্গলবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো জানান, পাক বংশোদ্ভূত ২৬ বছরের আফতাব আইএস-এর কার্যকলাপকে সমর্থন করে৷ এমনকী সিরিয়ায় গিয়ে জঙ্গিদের দলে যোগ দেওয়ার পরিকল্পনাও করছিল সে৷
১৩ বছর বয়স থেকে পরিবারের সঙ্গে মিলানের কাছে ভ্যাপরিও ডি’অ্যাডায় থাকত আফতাব৷ বুধবার এমন খবর অবাক করেছে স্থানীয়দের৷ প্রতিবেশীরা ভাবতেও পারছেন না, যেখানে গত ১৩ বছর ধরে বাস করছে, সেই এলাকারই ক্ষতি করতে চায় সে! একইরকম বিস্মিত কিংসগ্রোভ মিলানো ক্রিকেট ক্লাবও৷ ক্লাবের প্রেসিডেন্ট ফ্যাবিও মারাবিনি বলছেন, “খবরটা শুনে মাথায় যেন বাজ পড়ল৷ এখনও বিশ্বাস করতে পারছি না৷ ইসলামাবাদের বিমানে ওঠার আগেও আমার সঙ্গে কথা হয়েছে ওর৷ অবসর সময়ে প্রতিবন্ধীদের নিয়ে যেতে বাস চালাত আফতাব৷ কখনও কারও ক্ষতি করেনি৷ এমনকী বিশ্বাসযোগ্যতার জন্যই ওকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল৷”
যদিও আফতাবকে ইতালি থেকে তাড়িয়ে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছে না তার পরিবার৷ ইউরোপের মানবাধিকার আদালতে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করবে তার পরিবার বলে খবর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.