Advertisement
Advertisement
corona virus

করোনার কামড়ে বিধ্বস্ত ইটালি ও স্পেন, বিশ্বজুড়ে একদিনে মৃত ১৬০০’র বেশি

সেল্‌ফ কোয়ারেন্টাইনে গিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল।

Italy coronavirus deaths at 5,476 after 651 rise on Sunday
Published by: Soumya Mukherjee
  • Posted:March 23, 2020 1:24 pm
  • Updated:March 23, 2020 2:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার কামড়ে বিশ্বজুড়েই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন হাজার মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসকে ‘বিশ্বব্যাপী মহামারি’ ঘোষণা করার পর থেকেই নড়েচড়ে বসেছেন তাবড় তাবড় রাষ্ট্রনেতারা। সরকারি তথ্য বলছে, এই মুহূর্তে বিশ্বজুড়ে ভাইরাস সংক্রামিতের সংখ্যা ছাড়িয়েছে তিন লক্ষ ৩৭ হাজারেরও বেশি। আর এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৩৮ জন। এর মধ্যে রবিবারই করোনার বলি হয়েছেন ১৬৩১ জন। এদিকে করোনা আক্রান্ত এক চিকিৎসককে দেখানোর জেরে জার্মানি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল সেল্‌ফ কোয়ারেন্টাইনে গিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে জানা গিয়েছে, রবিবার চিনের তরফে দাবি করা হয় তাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছে। শনিবার গোটা দেশে মাত্র ৯ জনের মৃত্যু হয়েছে। কিন্তু, ইটালি ও স্পেনের অবস্থা ক্রমশ হাতের নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে। গতকাল ফের ইটালিতে ৬৫১ জনের মৃ্ত্যু হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৫ হাজার ৪৭৬ জনে। আর স্পেনে ৩৯১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি দেখে বিশেষজ্ঞরা বলছেন ইটালির পরে স্পেনের অবস্থাই সবথেকে খারাপ হতে চলেছে। এছাড়া ইরানে একদিনে ১২৯ জন, আমেরিকায় ১১৭ জন, ব্রিটেনে ৮৪ জন, ফ্রান্সে ১১২ জন, সুইজারল্যান্ডে ১৮ জন, নেদারল্যান্ডে ৪৩ জন, জার্মানি ও ইন্দোনেশিয়ায় ১০ জন করে মানুষের মৃত্যু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সেরে উঠেছেন প্রায় ১ লক্ষ মানুষ! করোনার আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব ]

 

জানুয়ারির শেষের দিকে চিনে একের পর এক মানুষ ফ্লু নিয়ে হাসপাতালে ভরতি হওয়ার পরই করোনা ভাইরাসের খবর জানাজানি হয়। চিনের হুবেই প্রদেশকে কেন্দ্র করে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে করোনা। আটলান্টিক বাদে ধীরে ধীরে গ্রাস করে সবক’টি মহাদেশকে। করোনা আতঙ্কে সাধারণের ঘর থেকে বেরনোই দায় হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, লন্ডনে ভাইরাস আক্রান্ত হয়েছে এক সদ্যোজাত। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, ইটালি, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, বিশ্বের ১১৮টিরও বেশি দেশে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। করোনা আতঙ্কে একের পর এক দেশে জরুরিকালীন পরিস্থিতিতে বন্ধ হচ্ছে স্কুল-কলেজ-সিনেমা হল, সুপারমার্কেট-সহ সরকারি এবং বেসরকারি অফিসও। করোনার সংক্রমণ রুখতে আগামী ৩ এপ্রিল পর্যন্ত গোটা দেশ লকডাউন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইটালি সরকার। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের বাড়ির বাইরে বেরনো নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশ কখনও এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়নি বলে মন্তব্য করেছেন ইটালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। পরিস্থিতি বিবেচনা করে দেশের সমস্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সুপারমার্কেট, ওষুধের দোকান, ডাকঘর এবং ব্যাংকের মতো জরুরি পরিষেবা চালু থাকবে বলেও উল্লেখ করেছেন।

[আরও পড়ুন: করোনা আতঙ্কে ত্রস্ত আরও এক রাষ্ট্রনেতা, কোয়ারেন্টাইনে জার্মান চ্যান্সেলর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement