Advertisement
Advertisement
Donald Trump

‘অসাধারণ মহিলা’, সৈকতঘেঁষা রিসর্টে মেলোনির সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের, ভরালেন প্রশংসায়

ট্রাম্পের সঙ্গে নৈশভোজ সেরে একসঙ্গে বসে তথ্যচিত্র দেখেন মেলোনি।

Italian PM Meloni meets Donald Trump in his resort
Published by: Amit Kumar Das
  • Posted:January 6, 2025 11:02 am
  • Updated:January 6, 2025 11:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফ্লোরিডার পাম সমুদ্র সৈকতে অবস্থিত ট্রাম্পের ব্যক্তিগত রিসর্টে দুজনের এই হঠাৎ সাক্ষাৎ চর্চায় উঠে এসেছে। ‘মার-এ-লাগো’ নামের ওই বিলাসবহুল রিসর্টে দুজনে নৈশভোজও করেন। মেলোনি সাক্ষাতের পর তাঁকে প্রশংসায় ভরিয়ে ট্রাম্প বলেন, ‘উনি অসাধারণ এক মহিলা। গোটা ইউরোপে সাড়া ফেলে দিয়েছেন উনি।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর তরফে এই সাক্ষাতের কথা প্রকাশ্যে আনা হয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মেলোনি সাক্ষাতের পর তিনি বলেন, “ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার। উনি একজন সসাধারণ মহিলা। একাই গোটা ইউরোপে সাড়া ফেলে দিয়েছেন।” জানা গিয়েছে, এই সাক্ষাতে মেলোনি ও ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর রাজ্য সচিব ও জাতীয় নিরাপত্তা আধিকারিক হিসেবে নির্বাচিত সেনেটর মার্কো রুবিয়ো ও মাইক ব্লাটজ। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দীর্ঘ বৈঠকের পর ট্রাম্পের রিসর্টে নৈশভোজ করেন মেলোনি। পাশাপাশি একসঙ্গে ২০২০ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের উপর নির্মিত একটি তথ্যচিত্রও দেখেন।

Advertisement

জানা গিয়েছে, এই সাক্ষাতে ইতালির সাংবাদিক সেসিলিয়া সালার গ্রেপ্তারির প্রসঙ্গ তোলেন মেলোনি। গত মাসে ওই মহিলা সাংবাদিককে গ্রেপ্তার করে তেহরান। এই ঘটনায় ইরান ও ইতালির কূটনৈতিক সংঘাত চরম আকার নিয়েছে। এদিকে ইতালির মিলানে গ্রেপ্তার হওয়া ইরানের এক ব্যবসায়ীকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছে তেহরান। গতবছর জর্ডানে এক ড্রোন হামলার ঘটনায় তিন মার্কিন সেনার মৃত্যু হয়। সেই ঘটনায় অভিযুক্ত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল আমেরিকা। তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে ইতালি। এই ইস্যুতে বৈঠকে ট্রাম্পের সঙ্গে কথা হয় মেলোনির।

অন্যদিকে, মেলোনির সঙ্গে সাক্ষাৎ করতে শীঘ্রই ইতালি যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, আমেরিকা ও ইতালির কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করে তুলতে এই সফর। পাশাপাশি গত বছর জি৭ বৈঠকের আয়োজক দেশ ছিল ইতালি। সেই বৈঠক সুন্দরভাবে আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী মেলোনিকে ধন্যবাদ জানাবেন বাইডেন। এছাড়া আগামী বৃহস্পতিবার ইতালি সফরে যাচ্ছেন পোপ ফ্রান্সিসও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement