সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপ জুড়ে বইছে রাজনৈতিক অস্থিরতার হাওয়া। এই পরিস্থিতিতে ফ্রান্স ও ব্রিটেনের পরে এবার ইস্তফা দিলেন ইটালির (Italy) প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি (Mario Draghi)। গত ১৫ জুলাই তিনি ইস্তফা দিলেও তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেল্লা। তাঁকে সংসদে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু অবশেষে বৃহস্পতিবার পার্লামেন্টেই ভাষণ দেওয়ার সময় দ্রাঘি জানিয়ে দেন, জোটসঙ্গীদের আস্থা হারিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে তিনি নিজের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। নতুন নির্বাচনের পথ প্রশস্ত করে দেশের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটাতেই তিনি ইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন ‘সুপার মারিও’।
২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকেই ইটালিতে চলছিল মারিও দ্রাঘির জোট সরকার। ওই জোটের শরিক ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী জুসেপে কন্টের দল ‘ফাইভ স্টার মুভমেন্ট’। কিন্তু করোনা পরবর্তী সময়ে দ্রাঘির একটি প্রস্তাবিত আর্থিক প্যাকেজ নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়ে ফাইভ স্টার। এরপরই পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে। গত বৃহস্পতিবারই আস্থা ভোটে সরকার থেকে সমর্থন তুলে নেয় তারা।
সেদিন সন্ধ্যায় দ্রাঘি জানান, তাঁর জোট সরকার আস্থা হারিয়েছে। তাই তিনি পদত্যাগ করতে চান। কিন্তু প্রাথমিক ভাবে সেই ইস্তফা গ্রহণ করেননি প্রেসিডেন্ট। তিনি নির্দেশ দেন, দ্রাঘি নতুন করে জোটসঙ্গীদের আস্থা অর্জনের চেষ্টা করুন। কিন্তু সেই চেষ্টাতেও লাভ হল না। বুধবার নতুন করে হওয়া আস্থা ভোটে দেখা যায়, জোটসঙ্গীরা এবারও কেউই দ্রাঘির পাশে নেই। যা থেকে পরিষ্কার হয়ে যায়, এই সরকারের পতন হয়েছে। এই অবস্থায় বাধ্যতই ইস্তফা দিলেন দ্রাঘি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ব্রিটেনে চরম রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল। দলীয় সাংসদদের রোষের মুখে পড়ে মসনদ ছাড়তে বাধ্য হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তারও আগে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এবার পরিবর্তনের হাওয়া ইটালিতেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.