Advertisement
Advertisement

Breaking News

Isreal-Palestine War

দ্বিখণ্ডিত গাজা! শহর দখলের দাবি ইজরায়েল সেনার, আচমকা ইরাক সফরে অ্যান্টনি ব্লিঙ্কেন

ব্লিঙ্কেনের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছেন নেতানিয়াহু।

Isreal-Palestine War: Gaza strip cut into two, claims Israeli military, US secretary of State Antony Blinken's surprise visit there | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 6, 2023 12:58 pm
  • Updated:November 6, 2023 1:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর এবং দক্ষিণ – লম্বালম্বি ভাগ হয়ে গিয়েছে ইজরায়েল-প্যালেস্টাইনের মধ্যে বহু বিতর্কিত গাজা ভূখণ্ড (Gaza Strip)! এভাবেই সোমবার গাজার একাংশ দখলের দাবি জানিয়েছেন ইজরায়েল (Israel) সেনাবাহিনীর প্রধান ড্যানিয়েল হাগারি। উত্তর গাজার ইতিমধ্যেই বোমাবর্ষণ শুরু হয়েছে। আর ২ দিনের মধ্যেই গাজায় ঢুকে পড়বে গোটা সেনাবাহিনী, এমনই দাবি তাঁর। হামাস জঙ্গিদের বিরুদ্ধে এই যুদ্ধে গুরুত্বপূর্ণ অংশ বলে জানিয়েছেন ড্যানিয়েল হাগারি।

এদিকে, আচমকাই ইজরায়েল সফরে গেলেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken)। এর আগে তিনি প্যালেস্টাইন গিয়ে সেখানকার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের (Mahmoud Abbas) সঙ্গে কথা বলেন। ব্লিঙ্কেনের কাছে ইজরায়েলের হামলা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন আব্বাস। ইজরায়েলি প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন মার্কিম বিদেশসচিব। কিন্তু যুদ্ধবিরতি নিয়ে কোনও ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছনো যায়নি বলেই সূত্রের খবর।

Advertisement

[আরও পড়ুন: কৃষ্ণনগর-করিমপুর প্রস্তাবিত রেলপথের জমি চেয়ে চিঠি রেলের]

ইজরায়েল-প্যালেস্টাইনের যুদ্ধ একমাস হতে চলল। এ ক’দিনে মৃত্যু ১০ হাজার ছুঁইছুঁই। হামাস জঙ্গিরাও প্রচুর মানুষকে পণবন্দি করে রেখেছে। এই অবস্থায় ইজরায়েলের তরফে আক্রমণের তীব্রতা বেড়েছে। জানা গিয়েছে, রবিবার সেন্ট্রাল গাজার শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইজরায়েলের দুটি যুদ্ধবিমান। তাতে অন্তত ৫৩ জন মানুষের মৃত্যুর খবর মিলেছে। শয়ে শয়ে মানুষ একটু নিরাপদ আশ্রয়ের জন্য এদিক-ওদিক এর পরই গাজাকে দ্বিধাবিভক্ত বলে দাবি করেছে ইজরায়েলি সেনা। ভূখণ্ডের সমস্ত যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই খবর নিশ্চিত করেছে প্যালেস্টাইনের টেলিকম সংস্থা। যুদ্ধ শুরুর পর থেকে এনিয়ে তৃতীয়বার সেখানকার টেলিকমিউনিকেশন যোগাযোগ বিচ্ছিন্ন করা হল।

[আরও পড়ুন: সম্পর্কে অবনতি ঘটলেও কোহলির ‘বিরাট’ কীর্তিকে কুর্নিশ ‘মাস্টারমশাই’ কুম্বলের!]

ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ থামাতে আমেরিকার চেষ্টার শেষ নেই। যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত শক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি চাইছে হোয়াইট হাউস। এমনকী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) নিজেও ইজরায়েল সফরে গিয়ে পরিস্থিতি দেখেছেন। গাজা দখলে ইজরায়েলের তীব্র আকাঙ্খায় যুদ্ধ চালিয়ে যাওয়া যে খুব বুদ্ধিমানের কাজ নয়, পরোক্ষে ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে তাও বুঝিয়েছেন বাইডেন। কিন্তু নেতানিয়াহু অনড় নিজের সিদ্ধান্তে। মার্কিন বিদেশসচিব ব্লিঙ্কেনের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করেছেন তিনি। ইহুদী ভূমির উপর হামাসের হামলার বদলায় তাদের ‘শায়েস্তা’ না করা পর্যন্ত রণক্ষেত্র ছাড়া হবে না, সেই সিদ্ধান্তে একেবারেই অটল ইজরায়েলি প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে ইজরায়েলি সেনার দাবি, গাজা দখল করেছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement