Advertisement
Advertisement

Breaking News

Israel

‘৭ অক্টোবর সকলের নজর কোথায় ছিল? ‘অল আইজ অন রাফা’ নিয়ে খোঁচা ইজরায়েলের!

সোশাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং ‘অল আইজ অন রাফা’।

Israel's 'where were your eyes on...' counter to 'all eyes on Rafah' trend
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 30, 2024 5:59 pm
  • Updated:May 30, 2024 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অল আইজ অন রাফা’। যুদ্ধবিধ্বস্ত গাজার রাফায় আশ্রয় নেওয়া প্যালেস্তিনীয়দের সমর্থনে সোশাল মিডিয়ায় দেখা মিলছে বিশেষ এই বাক্যের। যা কার্যত ‘ট্রেন্ডিং’ হয়ে গিয়েছে। এবার এর পালটা দিল ইজরায়েল। ‘হোয়্যার ওয়ের ইয়োর আইজ অন অক্টোবর ৭’ । সমাজমাধ্যমে এই বাক্য ব্যবহার করে ইহুদি দেশটির প্রশ্ন, ‘৭ অক্টোবর যখন ইজরায়েলকে রক্তাক্ত করছিল হামাস, তখন সকলের নজর কোথায় ছিল?’

২০২৩ সালের ৭ অক্টোবর দিনটি ইজরায়েলের ইতিহাসে আরেকটি রক্তাক্ত দিন হিসাবে লেখা থাকবে। হামাসের হামলায় সেদিন প্রাণ হারিয়েছিলেন ১২০০ মানুষ। দেশে ঢুকে জঙ্গিরা পণবন্দি করে নিয়ে গিয়েছিল আড়াইশোর উপর নাগরিককে। সেই হামলার বদলা নিতে যুদ্ধ ঘোষণা করে দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার পর থেকে ৮ মাস পেরিয়ে গিয়েছে। হামাস নিধনে গোটা গাজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলি ফৌজ। একে একে নিকেশ করা হচ্ছে জেহাদিদের। এখনও পর্যন্ত ইজরায়েলি সেনার অভিযানে গাজায় মৃত্যুর সংখ্যা ৩৭ হাজার পেরিয়ে গিয়েছে। এর মাঝেই আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করেই রাফায় ঢুকে পড়েছে ইজরায়েলের বিশাল ট্যাঙ্কবাহিনী। সেখানেও প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ।

Advertisement

[আরও পড়ুন: ‘সব ইহুদিকে খতম করব’! হুঙ্কার দিয়ে নিউ ইয়র্কে পড়ুয়াদের খুনের চেষ্টা পাক শরণার্থীর

গত রবিবার রাতে দক্ষিণ গাজার রাফায় (Rafah) শরণার্থী শিবিরে ইজরায়েলের মিসাইল হামলায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। মৃতদের মধ্যে রয়েছে শিশুরাও। শরণার্থী শিবিরে এহেন হামলা ঘিরে নিন্দায় সরব বিশ্ব। আর তার পর থেকেই ট্রেন্ডিং ‘অল আইজ অন রাফা’। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের ডাক দিয়েছেন অনেকেই। এবার এরই পালটা দিয়ে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে ইজরায়েলের তরফে লেখা হয়, ‘হোয়্যার ওয়ের ইয়োর আইজ অন অক্টোবর ৭?’ একটি পোস্টারের উপর এই বাক্যটি লেখা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি দুধের শিশুর সামনে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে এক জঙ্গি। চারদিকে শুধুই রক্ত, তার মাঝখানে পুড়ছে ইজরায়েলের পতাকা।

বলে রাখা ভালো, গত এপ্রিল মাসেই রাফায় ঢুকে পড়েছিল ইজরায়েলের ট্যাঙ্কবাহিনী। রাফা বর্ডার ক্রসিংয়ের প্যালেস্তিনীয় অংশও দখল করে নেয় তারা। এবার মধ্য রাফার প্রাণকেন্দ্র আল-আওদা শহরে ঢুকে ঘাঁটি গেড়েছে ইজরায়েলি ট্যাঙ্কবাহিনী। সেখান থেকে আরও অন্যান্য শহরের দিকে অগ্রসর হচ্ছে তারা। লক্ষ্য একটাই। হামাসের ডেরা খুঁজে ‘অগ্নিবর্ষণ’ করা। এই মুহূর্তে গাজার যা পরিস্থিতি তাতে অভিযান সম্পূর্ণ করতে আরও ৭ মাস সময় লাগবে বলেই ধারণা করছে ইজরায়েলি ফৌজ। ইতিমধ্যে রাফায় অভিযান বন্ধ করার জন্য ইজরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত।

[আরও পড়ুন: ভুয়ো নথি তৈরি করে পড়ুয়াদের সঙ্গে ‘প্রতারণা’, কানাডায় দোষী সাব্যস্ত ভারতীয় এজেন্ট

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement