সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজা শহর ঘিরে ফেলা হয়েছে বলে জানাল ইজরায়েলের (Israel) সেনা। পাশাপাশি গাজায় আটকে থাকা পণবন্দিদের সাহায্য করতে গাজার আকাশে ড্রোন ওড়াচ্ছে আমেরিকা (USA)। ইতিমধ্যেই জানা গিয়েছে, ওয়েস্ট ব্যাঙ্কের শরণার্থী শিবিরেও হামাস জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইও শুরু করেছে ইজরায়েলি সেনা। গাজায় হামাসের (Hamas) বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মৃত্যু হয়েছে চার ইজরায়েলি সেনার।
গত ২৭ অক্টোবর থেকে গাজার ভূখণ্ডে ঢুকে অভিযান চালাচ্ছে ইজরায়েল। ইতিধ্যেই গাজার উত্তরদিকে একাধিক জঙ্গি ঘাঁটিতে আক্রমণ হয়েছে। সংঘর্ষের মধ্যেই শুক্রবার ইজরায়েল সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, গাজা শহরটি পুরোটাই ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনা। আপাতত সংঘর্ষবিরতির কথা মাথাতেও আনা হচ্ছে না। প্রসঙ্গত, নির্দিষ্ট কয়েকটি এলাকায় সংঘর্ষবিরতি করা যেতে পারে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাউডেন।
গাজায় ইজরায়েলি হানায় মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে বলে খবর। তার মধ্যেই ভূখণ্ড ছেড়ে পালাচ্ছেন গাজায় বসবাসকারী বিদেশি নাগরিকরা। নভেম্বর মাসের শুরু থেকেই রাফা হয়ে গাজার সীমানা পেরচ্ছেন তাঁরা। এহেন পরিস্থিতি গাজার আকাশে দেখা গেল মার্কিন ড্রোন। আমেরিকার তরফ বলা হয়, গাজায় আটকে থাকা পণবন্দিদের জন্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্যই এই ড্রোন পাঠানো হয়েছে।
অন্যদিকে জানা গিয়েছে, হামাসের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে আরও চার ইজরায়েলি সেনার। ইতিমধ্যেই এক ভারতীয় বংশোদ্ভূত সেনার মৃত্যুর খবর মিলেছে। ইজরায়েলের হানায় গাজায় অন্তত ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে গাজা স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ হাজার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.