Advertisement
Advertisement
Israeli PM

‘বন্ধু’ মোদির ডাকে সাড়া, প্রথমবার ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী

ভারতের ইহুদি সম্প্রদায়ের সঙ্গেও দেখা করবেন তিনি।

Israeli PM delighted over his first India visit | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 20, 2022 10:30 am
  • Updated:March 20, 2022 10:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বন্ধু’ মোদির (PM Narendra Modi) ডাকে সাড়া দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এপ্রিলের শুরুতেই প্রথম ভারত সফরে আসছেন বেনেট। ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে। সফর কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি দেখা করবেন ভারতের ইহুদি সম্প্রদায়ের সঙ্গেও।

২ এপ্রিল, শনিবার ভারতে আসবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। বেনেটের দপ্তরের তরফে তাঁকে উদ্ধৃত করে জানানো হয়েছে, “বন্ধু মোদির আমন্ত্রণ রক্ষা করতে এপ্রিলের প্রথমে ভারতে আসছি। আমন্ত্রণ রক্ষা করতে পেরে আমি খুবই আনন্দিত। এভাবে দু’দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী আমরা।” ইজরায়েলের পিএমও-র তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্থনীতি, নয়া উদ্ভাবন, গবেষণা, উন্নয়ন, চাষাবাদ-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে। বিভিন্ন ক্ষেত্রে ভারত-ইজরায়েলের সহযোগিতা মজবুত করতে বদ্ধপরিকর দুদেশই।

Advertisement

[আরও পড়ুন: Exclusive: নোটিসে সাড়া, সোমবার দিল্লির ইডি দপ্তরে যাচ্ছেন অভিষেক]

বেনেট জানিয়েছেন, “ভারতের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমরা সেই চেষ্টাই করছি। সাইবার নিরাপত্তা, জাতীয় সুরক্ষা, পরিবেশ রক্ষা-সহ একাধিক ক্ষেত্রে দু’দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।” উল্লেখ্য, পেগাসাস বিতর্কের মাঝেই ইজরায়েল প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, ১৯৯২ সালে তেল আভিভে প্রথম দূতাবাস চালু করেছিল ভারত। চলতি বছরে সেই সম্পর্কের ৩০ বছর পূর্ণ হচ্ছে। দু’দেশের সম্পর্ক মজবুত করতে এবার এদেশে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী।

 

 

উল্লেখ্য, ইজরায়েলের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর বেনেটের সঙ্গে ২০২১ সালে অক্টোবরে গ্লাসগোয় রাষ্ট্রসংঘের পরিবেশ সংক্রান্ত বৈঠকে মোদির সাক্ষাৎ হয়। বৈঠকের পাশাপাশি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বেশকিছুক্ষণ কথা হয়েছিল। সেইসময়ই বেনটেকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। এবার সেই আমন্ত্রণরক্ষার পালা।

[আরও পড়ুন: বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে তলিয়ে গেল ৬ কিশোর, উদ্ধার তিনটি দেহ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement