প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ে মা-বাবার কাছে গুটিয়ে বসে আছে দুই খুদে। তাদের চোখের সামনেই খুন করা হয়েছে বড় দিদিকে। আতঙ্কের মধ্যেই হুঙ্কার দিয়ে গুলি ছুঁড়ছে হামাস (Hamas) জঙ্গিরা। তাতেই আরও ভয়ে কেঁপে উঠছে গোটা পরিবার। যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলের (Israel) এমন ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই অন্তত ১০০ জন ইজরায়েলিকে পণবন্দি করেছে জঙ্গি গোষ্ঠী হামাস। সেরকমই এক পরিবারের ভিডিও ছড়িয়ে পড়েছে।
ইজরায়েলের এক সাংবাদিক এই মর্মান্তিক ভিডিও টুইট করেন। সেখানেই দেখা যাচ্ছে, দুই শিশুকে আঁকড়ে ধরে মেঝেতে বসে রয়েছেন এক দম্পতি। ভয়ে থরথর করে কাঁপছে দুই খুদে। তাদের বাবার হাতে লেগে রয়েছে রক্তের দাগ। কারণ তাঁদের চোখের সামনেই খুন করা হয়েছে দম্পতির বড় মেয়েকে। শুধু তাই নয়, পণবন্দি করে রাখা হয়েছে তাঁদের গোটা পরিবারকে। ভিডিওর নেপথ্যে শোনা যাচ্ছে, মুহুর্মুহু গুলি চালাচ্ছে হামাস জঙ্গিরা।
এই ভিডিও টুইট করে ইজরায়েলি সাংবাদিক লেখেন, “ইজরায়েলের বহু পরিবারকে পণবন্দি করেছে হামাস জঙ্গিরা। পরিবারের চোখের সামনে খুন করা হয়েছে তাদের মেয়েকে। নৃশংসতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। গোটা বিশ্ব দেখুক হামাস কী করছে। এসব এখনই বন্ধ হওয়া দরকার।” প্রসঙ্গত, রবিবারই আমেরিকার ইজরায়েলি দূতাবাস অভিযোগ করেছে যে অন্তত ১০০টি পরিবারকে পণবন্দি করে রেখেছে হামাস জঙ্গিরা।
শনিবার ভোর সাড়ে ৬টা থেকে গাজা থেকে রকেট হামলা করতে থাকে হামাস জঙ্গিরা। সেই সঙ্গে ইজরায়েলের (Israel) ভূখণ্ডেও ঢুকতে শুরু করে তারা। ইতিমধ্যেই তিনশোর বেশি ইজরায়েলির মৃত্যুর কথা জানা গিয়েছে। পালটা হুঙ্কার দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁদের প্রত্যাঘাতে গাজায় অন্তত ২৩০ জনের মৃত্যু হয়েছে। হামাসের বহু ঠিকানায় চালানো হচ্ছে বিমান হামলা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.