সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল সেনার হামলায় প্রাণ গেল এক প্যালেস্তানি কিশোরের। ওয়েস্ট ব্যাংকে সামরিক অভিযান চলাকালীন নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। যদিও পালটা ইজরায়েলের দাবি, সেনা অভিযান চলাকালীন ওই কিশোর এলোপাথাড়ি গুলি ছুঁড়ছিল। সেনা জবাব দিতেই ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
প্যালেস্তাইনের স্বাস্থ্যমন্ত্রকের দাবি, মৃত কিশোরের নাম মহম্মদ বলহান। বয়স ১৫। তার পেটে, কাঁধে, মাথায় বুলেটের চিহ্ন ছিল। নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পালটা ইজরায়েলের দাবি, প্যালেস্তাইনি জঙ্গিরা ক্রমাগত হামলা চালাচ্ছে। তাদের খোঁজে ওয়েস্ট ব্যাংকে মাঝেমধ্যেই সামরিক অভিযান চালাচ্ছে ইজরায়েলি সেনাবাহিনী। সোমবারও সেঅ অভিযান চালায় তারা। অভিযোগ, সেখানে ঢুকতেই মহম্মদ গুলি ছুঁড়তে থাকে। এমনকী, গ্রেনেডও ছোঁড়ে। আত্মরক্ষায় গুলি চালায় ইজরায়েলি সেনা।
চলতি বছরের শুরু থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। মাঝেমধ্যে ওয়েস্ট ব্যাংকে হানা দিচ্ছে ইজরায়েল। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত অন্তত ৮০ জন প্যালেস্তাইনি, ১৮ জন ইজরায়েলির মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের অনুগামীদের মধ্যে সংঘাত শুরু হয়। তারপর তা ক্রমে ভয়াবহ আকার নেয়। রমজানের নমাজ পড়তে জেরুজালেমের আল আকসা মসজিদে জড়ো হয়েছিলেন হাজার হাজার মুসলমান। সেখান থেকেই সংঘাতের সূত্রপাত। তারপর প্রায় ১১ দিন ধরে হামাস ও ইজরায়েলী সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয়। ওই সংঘর্ষে ২৫৬ জন প্যালেস্তানীয়র মৃত্যু হয়। এর আগে আরও তিনবার রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.