Advertisement
Advertisement
Israel Hamas

গাজা ভূখণ্ডে অভিযানেই সাফল্য, হামাসের ডেরা থেকে উদ্ধার ইজরায়েলের মহিলা সেনাকর্মী

৭ অক্টোবর থেকে পণবন্দি ছিলেন ওই সেনাকর্মী।

Israeli forces free soldier from Hamas's captivity during ground operations | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 31, 2023 11:41 am
  • Updated:October 31, 2023 11:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামাসের (Hamas) ডেরা থেকে এক মহিলা সেনাকর্মীকে উদ্ধার করল ইজরায়েলের (Israel) সেনা। গত ৭ অক্টোবর হামাসের হাতে পণবন্দি ছিলেন ওই মহিলা সেনাকর্মী। শনিবার রাত থেকে গাজার ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা। সেই সময়েই পণবন্দি মহিলা সেনাকর্মীকে উদ্ধার করে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অন্তত ২৪০ জনকে পণবন্দি করে রেখেছে হামাস জঙ্গিরা, এমনটাই জানা গিয়েছে।

সোমবার এক্স প্ল্যাটফর্মে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, “হামাসের হাতে আটকে ছিলেন ইজরায়েলি সেনাকর্মী অরি মেগিদিশ। গত ৭ অক্টোবর তাঁকে তুলে নিয়ে যায় হামাস। আজ ইজরায়েলি সেনার অভিযান চলাকালীন তাঁকে মুক্ত করা হয়। এখন বাড়িতে নিজের পরিবারের কাছে ফিরে গিয়েছেন অরি।” 

Advertisement

[আরও পড়ুন: ‘যুদ্ধবিরতি মানেই আত্মসমর্পণ’, গাজায় রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি নেতানিয়াহুর]

এদিনই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানান, সেনার অভিযান চলাকালীনই হামাসের হাত থেকে পণবন্দিদের উদ্ধার করে আনা যেতে পারে। পণবন্দিদের ছাড়ানোই ইজরায়েলের একমাত্র লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। চাপ না দিলে হামাস পণবন্দিদের ছাড়বে না, আর ইজরায়েলের অভিযানে হামাসের উপর চাপ বাড়বে। ফলে পণবন্দিদের উদ্ধার করার সুযোগ আরও বেশি থাকবে ইজরায়েলের সেনার কাছে।

অন্যদিকে, নেতানিয়াহু সাফ জানিয়েছেন যুদ্ধবিরতি হবে না। লড়াই থামানো মানেই হামাসের কাছে আত্মসমর্পণ। প্রধানমন্ত্রীর সাফ কথা, “এই মুহূর্তে সংঘর্ষবিরতি সঠিক পদক্ষেপ বলে আমরা মনে করি না। এই পরিস্থিতিতে ইজরায়েলকে যুদ্ধবিরতির আবেদন জানানো মানেই হামাসের কাছে আত্মসমর্পণ করার শামিল। এই যুদ্ধে জয় হস্তগত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।” 

[আরও পড়ুন: স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন চন্দ্রবাবু নায়ড়ু]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement