Advertisement
Advertisement
Netherlands

গাজা যুদ্ধের আঁচ নেদারল্যান্ডসে! আক্রান্ত ইজরায়েলি ফুটবল সমর্থকরা, বিমান পাঠাচ্ছেন নেতানিয়াহু

এই ঘটনায় ক্ষুব্ধ ইজরায়েল।

Israeli football fans faced hit-and-run attacks in Netherlands

অ্যামস্টারডামের স্টেডিয়ামে আক্রান্ত ইজরায়েলিরা সমর্থকরা।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 9, 2024 10:25 am
  • Updated:November 9, 2024 10:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ ছড়াল এবার ইউরোপেও! নেদারল্যান্ডসে আক্রান্ত ইজরায়েলের নাগরিকরা। এক ফুটবল ম্যাচ চলাকালীন হিংসার সূত্রপাত হয়। নির্বিচারে ইজরায়েলি সমর্থকদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। কার্যত দাঙ্গার রূপ নেয় গোটা পরিস্থিতি। এই ঘটনায় ক্ষুব্ধ তেল আভিভ। আক্রান্তদের দ্রুত উদ্ধারের জন্য বিমান পাঠিয়েছে ইজরায়েল। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডামের জন ক্রাফ স্টেডিয়ামে ইউরোপা লিগের ম্যাচ চলছিল। মাঠে ইজরায়েল ও আরব দুদেশেরই ক্লাবের সমর্থকরা ছিলেন। কিন্তু খেলা শুরু হওয়ার আগে থেকেই একে ওপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। ম্যাচ চলাকালীন পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ইজরায়েলি সমর্থকরা মাঠ ছেড়ে বেরতেই তাঁদের উপর হামলা শুরু করেন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। যা রাতভর চলে। গোটা এলাকা কার্যত দাঙ্গার রূপ নেয়। আহত হন বেশ কয়েকজন। এর পরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। সব মিলিয়ে গ্রেপ্তার করা হয় অন্তত ৬০ জনকে।

Advertisement

এদিকে, ইজরায়েলিদের উপর এই হামলার ঘটনায় ক্ষুব্ধ তেল আভিভ। আমস্টারডামে আটকে পড়া নাগরিকদের দ্রুত উদ্ধার করতে বায়ুসেনার দুটি বিমান ও প্রয়োজনীয় বাহিনী পাঠান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই দাঙ্গার ঘটনার কড়া নিন্দা জানিয়ে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ ফোন নেতানিয়াহুকে। আশ্বস্ত করে তিনি বলেন, “ইজরায়েলের নাগরিকদের উপর এই হামলা খুবই ভয়ংকর। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের চিহ্নিত করে তাঁদের বিচার করা হবে।”

প্রসঙ্গত, ইউরোপে ইহুদি বিদ্বেষ নতুন নয়। এর আগেও বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছেন ইজরায়েলিরা। গাজা যুদ্ধকে কেন্দ্র করে প্যালেস্টাইনপন্থীদের হাতে মার খেতে হয়েছে তাঁদের। যা নিয়ে এর আগে নেতানিয়াহু বেশ কয়েকবার বলেছেন, “ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করা হচ্ছে। এটা গভীর ষড়যন্ত্র।” তাঁর এই কথাই যেন আর একবার প্রমাণ হল অ্যামস্টারডামের এই ঘটনায়। এমনটাই মত বিশ্লেষকদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement