সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারকীয় যুদ্ধ শিশু ও বৃদ্ধের ফারাক বোঝে না। শেষকৃত্যের বদলে জোটে গণকবর। মানুষ মানে লাশ। ইজরায়েল-হামাস যুদ্ধে (Israel-Hamas War) মৃতদের দেহ বা লাশ খুঁজতে ঈগল, শকুনের মতো শিকারি পাখিকে অভিনবভাবে কাজে লাগাচ্ছে নেতানিয়াহু বাহিনী। যেহেতু তাদের প্রিয় খাদ্য মৃত প্রাণীর মাংস। কীভাবে এই কাজ করা হচ্ছে?
গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস গোষ্ঠী। কয়েক ঘণ্টার ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয় ১৪০০-র বেশি মানুষের। এর পর থেকেই লাগাতার পালটা হামলা চালাচ্ছে ইজরায়েল সেনা। নেতনিয়াহু বাহিনীর হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এদিকে নিজেদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নাগরিকদের মৃতদেহ খুঁজে পেতে একজন প্রাণী বিশেষজ্ঞের সাহায্য নিচ্ছে ইজরায়েল সেনা। মরদেহগুলো খুঁজতে মাংসখেকো পাখি ব্যবহার করা হচ্ছে।
ওই প্রাণী বিশেষজ্ঞের নাম ওহাদ হাৎজোফে। তিনি ইজরায়েলের প্রকৃতি ও উদ্যান মন্ত্রকের অন্যতম কর্মকর্তা। ওহাদ জানান, মরদেহ খুঁজতে শরীরে ট্র্যাকিং ডিভাইস (শনাক্তকরণ যন্ত্র) লাগানো ঈগল, শকুন-সহ অন্যান্য শিকারি পাখি কাজে লাগানো হচ্ছে। ওই যন্ত্র থেকে পাওয়া তথ্য মরদেহের অবস্থান শনাক্তে সহায়তা করছে। আদতে মৃত শরীরের গন্ধ পেয়ে ভুঁড়িভোজ সারতে পৌঁছে যাচ্ছে পাখি। তখনই ট্র্যাকিং ডিভাইস জানিয়ে দিচ্ছে তার অবস্থান। বোঝা মাত্র ঘটনাস্থলে সেনা পৌঁছে পাখিটিকে নিরস্ত করে দেহ উদ্ধার করছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.